এশিয়া কাপ আরিফুলের বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ

ছবি: আরিফুল হক

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপকেই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ ভাবছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক। এশিয়া কাপের পর ঘরের মাঠে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা।
আসন্ন এই দুই সিরিজে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন এই ক্রিকেটার। এশিয়া কাপে সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার পরিকল্পনা আরিফুলের।

'সকলেরই স্বপ্ন থাকে জাতীয় দলের খেলার। সেই সুযোগ আসলে আমাদের চেষ্টা থাকে দলকে নিজের সামর্থের দুইশো শতাংশ দেওয়ার। তবে অমাদের চিন্তা ভাবনা এখন শুধু এশিয়া কাপ নিয়ে। এই আসরটাতে ভালো করতে পারলে সুযোগ আসবেই। আর এই আসর দিয়েই আমরা আমদের ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করতে যাচ্ছি।'
'কারণ এর পরেই চলতি বছর আরো দুটো সিরিজ পাবো দেশের মাটিতে। এই সিরিজ গুলোতে যদি ধারবাহিক পারফর্ম করতে পারি তাহলে বিশ্বকাপে দলে জায়গা পাওয়াটা সহজ হবে যাবে। আর দেখতে গেলে বিশ্বকাপের দলে জায়গা পাকাপোক্ত করতে সামনের সিরিজ গুলো নিজেকে প্রস্তুত করার সুযোগও বটে।
আন্তর্জাতিক মঞ্চে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই আরিফুলের। মাত্র ৬ টি টি-টুয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। এর মধ্যে মাত্র ১টি ম্যাচে ২ ওভার বল করার সুযোগ এসেছিল তার। তবে এশিয়া কাপ যেহেতু ওয়ানডে ফরম্যাটের, তাই এখানে পার্ট টাইমার হিসেবে বল করার সুযোগ পাবেন বলে বিশ্বাস আরিফুলের।
'আমি এ পর্যন্ত ছযটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। যার একটিতে ২ ওভার বল করার সুযোগ পেয়েছি। তবে ওয়ানডে ফরম্যাট পার্ট টাইমার বোলার হিসেব বল করার সুযোগ আসার সম্ভাবানা বেশি। যেহেতু আরব আমিরাত ও বাংলাদেশের পিচের মধ্যে খুব বেশি একটা তফাৎ কম তাই বল করার সুযোগ আসলে সেটা উপভোগ করব। কারণ দীর্ঘদিন ধরে আমি ঘরোয়া লিগ খেলছি, তাই ভিন্ন পরিস্থিতি বল করার অভিজ্ঞতা রয়েছে।'