ওয়ানডের মর্যাদা পাচ্ছে হংকংয়ের দুটি ম্যাচ

ছবি: হংকং ক্রিকেট দল

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের বাছাই পর্ব খেলে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং ক্রিকেট দল। চলতি বছরের শুরুতেই ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে হংকং। ফলে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে তাদের খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল।
রবিবার আন্তর্জতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ভারত ও পাকিস্তানের ম্যাচ দুটিকে একদিনের আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে 'এশিয়ার বিশ্বকাপ' খ্যাত এই এশিয়া কাপের আসর। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ওয়ানডে মর্যাদা না থাকলে তাদের অংশ নেয়া কোন ম্যাচকে আনুষ্ঠানিক ওয়ানডে হিসেবে গণ্য করা হয় না।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হংকংয়ের ম্যাচ দুটিকে ওয়ানডে মর্যাদা দেয়ার জন্য আইসিসির কাছে অনুরোধ জানালে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থাটি তাতে সম্মতি দিয়েছে। ফলে, অন্য দলগুলোর মতোই এবারের এশিয়া কাপে অংশ নিবে হংকং।
এদিকে, বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, 'আইসিসি হংকংয়ের বিপক্ষে ভারত ও পাকিস্তানের দুটি ম্যাচকেই ওয়ানডে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। এর আগে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারত বনাম থাইল্যান্ডের ম্যাচটি আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি আইসিসি। তবে এবার ব্যতিক্রম।'
আগামী ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এশিয়া কাপে 'বি' গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হংকং। 'এ' গ্রুপের হয়ে খেলবে এশিয়া কাপের গত দুই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ। তাদের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তা।