promotional_ad

শিরোপাতেই চোখ মিরাজের

মেহেদী হাসান মিরাজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


এশিয়া কাপের গত দুই আসরেরই ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন শিরোপাতেই চোখ তাদের। দেশ ছাড়ার আগে গত দুই আসরের চেয়ে ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন তিনি।


টিম কম্বিনেশনও দারুণ আছে বিশ্বাস এই তরুণের। মিরাজ বলেছেন, 'অবশ্যই আগের থেকে ভালো কিছু করার। আমরা আমরা শেষ তিন এশিয়া কাপের দুইটিতেই আমরা ফাইনালে খেলেছি। প্রত্যাশা থাকবে ভালো করার, আমাদের টিম কম্বিনেশন সব কিছুই ভালো আছে।'


এশিয়া কাপের আসরে এর আগে আর খেলার অভিজ্ঞতা নেই মিরাজের। টেস্ট দলের নিয়মিত মুখ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ভালো করে এই ফরম্যাটেও জায়গা পাকা করার পথে।


promotional_ad

এই প্রসঙ্গে মিরাজের ভাষ্য, 'এটা আমাদের প্রথম এশিয়া কাপ। আমি কখনো এশিয়া কাপ খেলি নি। লক্ষ্য থাকবে দলের জন্য যা দরকার ততটুকু দেয়ার।'


১৫ সেপ্টেম্বর দুবাইতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ চারে জায়গা করে নিতে পারলে দুই ভেন্যু ঘুরে খেলতে হবে আরও তিনটি ম্যাচ।


এশিয়া কাপে না খেললেও আরব আমিরাতের মাঠ ভালোই চেনা মিরাজের। কারণ এখানেই ২০১৪ সালে যুব এশিয়া কাপের আসর খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই দেশের জন্য সম্মান বয়ে আনতে চান মিরাজ।


'আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি, ইন শা আল্লাহ ভালো হবে, দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি।'

বাংলাদেশ দলের মিরাজের ব্যাটিং পজিশন ৭-৮ নম্বরে। এখানে ব্যাটিং করলে দ্রুত রান তুলতে হয়। মিরাজ জানিয়েছেন এশিয়া কাপে সুযোগ পেলে সেই চেষ্টাই করবেন, 'আসলে আমি যেখানে ব্যাট করি সেখানে ২০-২৫ রানও অনেক ভাইটাল। আমি চেষ্টা করব দল আমার কাছে যেটা আশা করে সেটাই দেয়ার।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball