চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বঃ মুশফিক

ছবি: মুশফিকুর রহীম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। এই টুর্নামেন্টের শিরোপার খুব কাছে গিয়েও তিনবার খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে। চলতি বছরই নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা।
ফলে প্রত্যাশার পালে আবারও হাওয়া দিচ্ছে এই টুর্নামেন্টের শিরোপা। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপে গ্রুপ পর্বে ভাল খেলার লক্ষ্য বাংলাদেশ দলের।

এরপর টাইগারদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করার। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম একথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে।
'এশিয়া কাপের গ্রুপ পর্বে ভালো খেলা তো অবশ্যই লক্ষ্য থাকবে। এরপরে চেষ্টা থাকবে যেন আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি। আর এর জন্য আমরা দেশবাসির কাছে দোয়া প্রার্থী।'
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আগামী ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। গ্রুপে আরও আছে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান। গত তিন এশিয়া কাপের দুটিতে ফাইনালে হেরেছে টাইগাররা।
তাই এবার ট্রফি খরা ঘুচানোই টাইগারদের মূল লক্ষ্য। তাছাড়া কিছুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তারপরেও এশিয়া কাপের ফরম্যাট যেহেতু ৫০ ওভারের, তাই আশার নিশান উড়াচ্ছে টাইগাররা।