promotional_ad

ধারাবাহিকতা ধরে রাখাই মূল লক্ষ্যঃ রনি

আবু হায়দার রনি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


আসন্ন এশিয়া কাপের আসরে বাংলাদেশ দলের লক্ষ্য ভালো খেলা। এই কথা বেশ কয়েকজন ক্রিকেটার বলেছেন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে। পেস বোলার আবু হায়দার রনিও তাদের সাথে তাল মিলিয়েছেন।


তিনি যোগ করেছেন দলের লক্ষ্য ধারাবাহিকতা ঠিক রাখা। কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতে যে ধারায় পা রেখেছে টাইগাররা, সেই ধারাটাই অব্যহত রাখার তাগিদ এই নেত্রকোনার পেসারের।


promotional_ad

'মিশন যদি বলি তাহলে আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন ভালো খেলতে পারি। আমরা দল হিসেবে খুব ভালো খেলছি। আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি।'


গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আর দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। এই দুই ম্যাচে ভালো করার পরই নতুন লক্ষ্য ঠিক করা হবে বলে জানিয়েছেন রনি।


'গ্রুপে দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ যদি ভালোভাবে খেলতে পারি তাহলে এরপরের লক্ষ্য ঠিক করবো। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে যেন গ্রুপে ভালো করতে পারি।'


এরই মধ্যে রনি জাতীয় দলের জার্সি গায়ে ১০ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। তবে এখনও তার ওয়ানডে অভিষেক হয়নি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ২০ ওভারের ম্যাচে দারুণ বল করেছেন রনি। আসন্ন এশিয়া কাপে দলের জন্য ভালো কিছু করার প্রত্যাশায় আছেন তিনি।


'ব্যক্তিগত লক্ষ্য যদি বলি সেখানে যদি সুযোগ পাই তাহলে আমার ওয়ানডেতে অভিষেক হবে। আর গত কয়েক ম্যাচে আমার বেশ ভালো বোলিং হয়েছে। এটাই সেখানে ধরে রাখার চেষ্টা করবো। যদি ম্যাচ খেলি তাহলে আমি যেগুলো ভালো পারি সেগুলো করার চেষ্টা করবো এবং দলকে কিছু দেয়ার চেষ্টা করবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball