ইংলিশ পেস তান্ডবে স্বস্তিতে নেই ভারত

ছবি: ছবিঃ ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৩৩২ রানে অল আউট করে দিলেও স্বস্তিতে নেই ভারত। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান। কোহলির দল এখনও পিছিয়ে আছে ১৫৮ রানে।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। তারা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার শিখর ধাওয়ানকে হারায়। এই ওপেনার মাত্র ৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন।
দ্বিতীয় উইকেটে ৬৪ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন লোকেশ রাহুল ও চেতেশ্বর পুজারা। ৩৭ রান করে রাহুল স্যাম কুরানের বলে বোল্ড হলে এই জুটি ভাঙে। এরপর কোহলিকে নিয়ে আরেকটি জুটি গড়েন পুজারা।

এই ভারতীয় ব্যাটসম্যান ৩৭ রান করে অ্যান্ডারসনের শিকার হয়েছেন। এরপর রাহানে অধিনায়ক কোহলিকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। রাহানে আউট হয়েছেন স্কোরবোর্ডে রান তোলার আগেই।
ভিরাট কোহলি ১ রানের আক্ষেপে পুড়েছেন। তিনি ৪৯ রান করে স্টোকসের বলে রুটের হাতে ক্যাচ দিয়েছেন। এরপর ৫ রান করা পান্টকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন স্টোকস। দিন শেষে ২৫ রান করে অভিষিক্ত হনুমা বিহারি ও ৮ রান করে জাদেজা অপরাজিত আছেন।
এর আগে নিজের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করেও প্রথম ইনিংসের নায়ক হতে পারেননি অ্যালিস্টার কুক। তার অর্ধশতকের পরও প্রথম দিনে ১৯৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক ইংল্যান্ড।
সেখান থেকে দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান। প্রথম দিনের ধাক্কা সামলে দারুণ এক ইনিংস খেলেন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। তার ৮৯ রানের ইনিংসে ভর করেই মূলত ৩০০ ছাড়িয়েছে ইংল্যান্ডের ইনিংস।
আগের দিনের সংগ্রহের সাথে ১৬ রান যোগ হতেই ব্যক্তিগত ১৫ রানে আউট হন আদিল রশিদ। নবম উইকেট জুটিতে ব্রডকে সাথে নিয়ে ৯৮ রান যোগ করেন বাটলার। ব্রড আউট হন ৩৮ রান করে। দলীয় ৩৩২ রানে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন বাটলার।
তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কার মারে। এদিকে, ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৩ টি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা।