promotional_ad

১৮তেও দ্রুততম কোহলি

ভিরাট কোহলি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের শেষ টেস্টে ব্যাট হাতে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। এই রেকর্ডে সবচেয়ে দ্রুততম হিসেবে নাম লিখিয়েছেন তিনি।


১৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলির ৩৮২ ইনিংস লেগেছে। এই রেকর্ডটি এর আগে দখলে ছিল ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারার। তিনি দ্রুততম ১৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ৪১১ ইনিংসে।


promotional_ad

এরপর ৪১২ ইনিংসে এই রেকর্ড স্পর্শ করে দ্বিতীয় স্থানে ছিলেন ভারতীয় কিংবদন্তী শচিন টেন্ডুলকার। তার ১৮ হাজার রানে পৌঁছুতে ৪১২ ইনিংস লেগেছিল। এই দুই কিংবদন্তীর চেয়ে অনেক ম্যাচ কম খেলেই এই সংগ্রহে পৌঁছেছেন কোহলি।


এর আগে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১৫ হাজার, ১৬ হাজার ও ১৭ হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছিলেন কোহলি। এবার ১৮ হাজারেও সেই ধারা অব্যহত রেখেছেন ভারতীয় দলপতি।


চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ১৮ হাজার রানের মাইলফলকে পা দিয়েছেন এই ভারতীয় অধিনায়ক। কোহলির আগে আন্তর্জাতিক ক্রিকেটে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলি ১৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।


ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকাতেও কোহলির অবস্থান চতুর্থ। ৩৪ হাজার ৩ শত ৫৭ রান নিয়ে শীর্ষে আছেন শচিন টেন্ডুলকার। ২৪ হাজার ৬৪ রান নিয়ে দুই নম্বরে রাহুল দ্রাবিড় ও ১৮ হাজার ৪ শত ৩৩ রান নিয়ে তিন নম্বরে আছেন সৌরভ। তার পরেই কোহলির অবস্থান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball