promotional_ad

হ্যাডলিকে ছাড়ালেন ব্রড

স্টুয়ার্ট ব্রড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি পেসারদের তালিকায় কিউই কিংবদন্তী রিচার্ড হ্যাডলিকে পেছনে ফেলেছেন ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড। ওভালে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে শেষ টেস্টে এই কীর্তি গড়েছেন এই পেসার।


রিচার্ড হ্যাডলি প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকের রেকর্ড স্পর্শ করেছিলেন। মাত্র ১৫০ টেস্ট ইনিংসে ২২.২৯ গড়ে তিনি ৪৩১ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন।


promotional_ad

এবার তাকেই পেছনে ফেলেছেন ব্রড। এই রেকর্ড গড়তে ব্রডের ২২৪ ইনিংস লেগেছে। এদিকে, এই তালিকার শীর্ষে আছেন সাবেক অজি কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা। ৫৬৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি।


আর ৫৫৯ উইকেট নিয়েই এই তালিকার ২ নম্বরে আছেন ব্রডের সতীর্থ জিমি অ্যান্ডারসন। চলতি টেস্টেই ম্যাকগ্রাকে ছাড়িয়ে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ১ নম্বরে যাওয়ার সুযোগ রয়েছে তার।


তিন নম্বরে আছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ও সাবেক ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ। তিনি ৫১৯ উইকেট দখল করেছেন। তার পরেই আছেন সাবেক ভারতীয় পেসার কপিল দেব।


তিনি নিয়েছেন ৪৩৪ উইকেট। আর মাত্র ৩ টি উইকেট নিলেই কপিলকে পেছনে ফেলবেন ব্রড। এদিকে, বল হাতে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেয়ার আগে ব্যাট হাতে দারুণ ঝলক দেখিয়েছেন তিনি।


জস বাটলারের সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দিয়েছেন। ব্রড ব্যাট হাতে করেছেন ৩৮ রান। আর তাতেই ৩৩২ রানের পুঁজি পেয়েছে ইংল্যান্ড। এরপর নিজের প্রথম ইনিংসে ব্যাট করা ভারতকে বল হাতেও শুরুতে ধাক্কা দিয়েছে  তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball