promotional_ad

ব্যাকআপ তৈরি করেই বিদায় নিবেন ওয়ালশ

কোর্টনি ওয়ালশ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে দারুণ পারফর্মেন্স করেছে বাংলাদেশ দলের পেসাররা। তবে, টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে পারেনি তারা।


টেস্টে পেসারদের দৈন্য অবস্থা নিয়ে খুব বেশি চিন্তা করছেন না টাইগার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তিনি মনে করেন, বাংলাদেশ দলের পেসাররা অবশ্যই উন্নতি করেছে। তাছাড়া বেশ কিছু প্রতিভাবান পেসার উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি। 


promotional_ad

'টেস্টে আমরা বলার মতো কিছু করি নি এখনও। তবে আমার মতে তারা অবশ্যই কিছুটা উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত আমরা চার দিনের ম্যাচ বেশি খেলিনি যখন আমরা সফরে গিয়েছি। তবে এরপরেও কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে।'


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ওয়ালশের চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি জাতীয় দলে প্রতিভাবান পেসার দেখে যেতে চান। তিনি জোড় দিতে চান টেস্ট বোলার তৈরির দিকেও।


সাবেক এই কিংবদন্তী পেসার আশা প্রকাশ করেছেন টাইগারদের ব্যাক আপ পেস বোলার তৈরি করে যেতে পারবেন তিনি। তিনি জানিয়েছেন বাংলাদেশ দল নির্বাচনের বিষয়টি সঠিক পথেই এগোচ্ছে।


'আমি আশা করছি যে আমার মেয়াদ শেষ হওয়ার আগে পেস বোলিংয়ের একটি ভালো ব্যাক আপ বাংলাদেশকে দিতে পারবো। দুর্ভাগ্যক্রমে ওয়েস্ট ইন্ডিজে আমাদের সর্বশেষ সফরটি প্রত্যাশামূলক হয়নি যতটা আমি চেয়েছিলাম। আশা করি দল নির্বাচনের বিষয়টি ঠিক পথেই এগোচ্ছে এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball