'ফিট' মুস্তাফিজ বোলিং আক্রমণের বাড়তি ধাঁর

ছবি: মুস্তাফিজুর রহমান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সাথে লড়াইয়ের কারণে মুস্তাফিজের সেরা পারফর্মেন্সটা লম্বা সময় ধরে পায়নি বাংলাদেশ দল। টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছেন ইনজুরি মুক্ত মুস্তাফিজ বাংলাদেশ দলের বড় সম্পদ।
শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই ক্যারিবিয়ান বলেছেন, মুস্তাফিজের যে জায়গায় থাকার দরকার ছিল, সে জায়গায় পৌঁছাতে পারেননি কাটার মাস্টার। তবে আসন্ন এশিয়া কাপে মুস্তাফিজের দারুণ সম্ভাবনা দেখছেন এই টাইগার কোচ।

“ও ভালোভাবেই এগোচ্ছে। অবশ্যই ও যে জায়গাটায় থাকা উচিত ছিল, এখনও সে সেখানে যেতে পারেনি। আমার মনে হয়, এই সফরটি মুস্তাফিজের জন্য খুব ভালো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে সে ভালো করেছে। ইনজুরিগুলো যদি দূরে থাকে, সে কেবল আরও ভালোই হবে। কারণ সে বিশেষ প্রতিভা, আর তার স্কিলও স্পেশাল।”
ফিট মুস্তাফিজকে পাওয়া মানে বাংলাদেশ দলের বোলিংয়ে বাড়তি ধার বলে মনে করেন ওয়ালশ। কারণ মুস্তাফিজ জানেন কোন সময় তাকে কি করতে হবে, “ফিট মুস্তাফিজকে পাওয়া মানে বোলিং আক্রমণে বাড়তি ধার। সে জানে তাকে কি করতে হবে।”
ইনজুরি প্রবণতার কারণে তাকে ভালোভাবে সামলানোর জন্য অনেকেই পরামর্শ দিয়েছেন বিসিবিকে। তবে ওয়ালশ মনে করছেন তাকে ফিট রাখতে পারলেই আর কোনো সমস্যা হবে না। তার উপর থেকে চাপ কমানো নিয়ে তাই বাড়তি কোনো ভাবনা নেই।
“ওয়ার্কলোড সামলানো নিয়ে খুব ভাবনার কিছু নই। ভালোই বোলিং করছে সে। আমি চাইব ওর সঙ্গে স্কিল বাড়ানো নিয়ে আরেকটু কাজ করতে। ইনজুরির কারণে সেই কাজ করার সুযোগ পুরোপুরি পাইনি। আশা করছি, এশিয়া কাপের সময়টায় কিছু কাজ করতে পারব। ওয়ার্কলোডের কথা বললে, সে এমন একজন যে জানে তাকে কি করতে হবে। স্রেফ সে ফিট থাকলেই হয়।”
এশিয়া কাপের শুরুর দিকে মুস্তাফিজের ফিটনেস ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুস্তাফিজ এশিয়া কাপে মাঠে নামলেই বোঝা যাবে সে কতটা ছন্দে আছে। এমনটাই জানিয়েছেন ওয়ালশ, "ওয়ার্কলোড নিয়ে সে যদি স্বাচ্ছন্দ্যে থাকে, তাহলে আমিও খুশি। দুবাইয়ে যাওয়ার পর প্রথম দুই দিনই হবে চ্যালেঞ্জিং, বোঝা যাবে সে কতটা ছন্দে আছে।”