মাশরাফিকে অনুসরণ করুক পেসাররাঃ ওয়ালশ

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টাইগার কাপ্তান মাশরাফির উপর পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের আস্থা অনেক বেশী। তাই তো তিনি বলেই বসলেন, বাকিরা যেন তাকেই অনুসরণ করে।
এশিয়া কাপে টাইগার পেস বোলি?? ইউনিটকে বরাবরের মত নেতৃত্ব দিবেন মাশরাফি। তার অভিজ্ঞতা এবং নেতৃত্বে বিশ্বাস আছে বিধায় এশিয়া কাপ নিয়ে আশাবাদী এই ক্যারিবিয়ান।

মাশরাফির পাশাপাশি মুস্তাফিজ এবং রুবেল এশিয়া কাপে উইন্ডিজ সফরের পারফর্মেন্স ধরে রাখতে পারবে বলেও মনে করেন তিনি। শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এশিয়া কাপ নিয়ে কথা বলেন ওয়ালশ। সেখানে তিনি জানান,
'আমি খুবই আশাবাদী। আক্রমনভাগে সামনে থেকে মাশরাফি নেতৃত্ব দেবে। ও খুবই অভিজ্ঞ। বাকিরা ওকে অনুসরণ করবে। তাছাড়া ফিজ ও বেশ আত্মবিশ্বাসী হয়ে ফিরেছে।
রুবেলকেও আত্নবিশ্বাসী দেখছি। ওদের আত্মবিশ্বাসে আমি আশাবাদী। তাছাড়া ওরা ওয়েস্ট সফরেও ভাল করেছে। ওয়ানডেতে যা করেছে সেটা আমাদের জন্য বড় অর্জন।'
এদিকে এশিয়া কাপে পেসারদের কষ্ট করতে হবে বলেও জানান সাবেক এই ক্যারিবিয়ান কিংবদন্তী। ওয়ালশ মনে করেন, এশিয়া কাপে ব্যাটিং সহায়ক উইকেট দেয়া হবে সেখানে যেকারণে বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে মাশরাফিদের। তিনি আরও জানান,
'আমার মনে হয় না পেস বান্ধব হবে। দুবাই ও শারজার উইকেট ওয়ানডের জন্য ব্যাটিংবান্ধব। তাছাড়া এজাতীয় টুর্নামেন্টে সবাই রান দেখতে চাইবে। কাজেই বোলারদের জন্য কাজটি খুবই চ্যালেঞ্জিং হবে।'