promotional_ad

ভারতকে সাফল্যের টোটকা দিলেন ব্রেট লি

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যেহেতু অধিনায়ক ভিরাট কোহলি এশিয়া কাপে খেলছেন না তাই ভারতীয় দলের ব্যাটিংয়ের দায়িত্বটা পালন করতে হবে অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক শেখর ধাওয়ানের উপর। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি।


শনিবার এশিয়া কাপের জন্য ধারাভাষ্যকারদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে নাম রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক এই পেস বোলারের। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, 


promotional_ad

অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে দায়িত্ব নিতে হবে। আর সহ-অধিনায়ক শেখর ধাওয়ানকেও সামনে থেকে দলের জন্য খেলতে হবে। ব্রেট লি জানান, 


"এশিয়া কাপে ভারতের ব্যাটিংয়ের দায়িত্বটা নিতে হবে ধাওয়ান এবং রোহিতকে। আমি বিশ্বাস করি রোহিত ওর সেরা দিয়েই খেলবে এছাড়াও যেহেতু সে অধিনায়ক তাই তাকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। যেহেতু কোহলি নেই তাই দায়িত্বটাও বেশী থাকবে ওদের উপর।" 


পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে কোহলিরা এখন ইংল্যান্ডে অবস্থান করছেন। আগামী ১১ সেপ্টেম্বর সেই সিরিজ শেষ হবে। এর চারদিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের। 


এশিয়া কাপের পর ৪ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। এছাড়াও সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন সফরগুলোর কথা মাথায় রেখেই কোহলিকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  
 
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, আম্বাতি রাইয়ুডু, মনিষ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুবেন্দ্র চহল, অক্ষয় প্যাটেল, শারদুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডেয়া, জাসপ্রিত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball