কুককে 'ভিন্নভাবে' সম্মানিত করল ইসিবি

ছবি: বিদায়ী টেস্টে কুক

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েকদিন আগেই অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ভারতের বিপক্ষে চলতি টেস্টের পরেই অবসরে যাচ্ছেন তিনি।
২০০৬ সালে ইংল্যান্ড দলে অভিষেক হয়েছিল অ্যালিস্টার কুকের। এই ১২ বছরে ইংল্যান্ডের হয়ে এখন অবধি ১৬০ টেস্ট, ৯২ ওয়ানদের পাশাপাশি চারটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই ব্যাটসম্যান।
সেই এন্ড্রু ফ্লিনটফ থেকে শুরু করে জো রুট পর্যন্ত বেশ কয়েকজন ইংলিশ অধিনায়কের অধীনে খেলেছেন কুক। ড্রেসিং রুম শেয়ার করেছেন ৭৪ জন ইংলিশ ক্রিকেটারের সাথে।

এবার ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানকে দারুণভাবে সম্মানিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে ৭৪ জন ইংলিশ ক্রিকেটারের সঙ্গে খেলেছেন কুক, তাদের সবার শুভকামনা জানানো ছোটো ক্লিপগুলোকে ভিডিও আকারে নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেছে তারা!
এই ভিডিওতে সেই এন্ড্রু স্ট্রস থেকে শুরু করে হালের স্যাম কারান পর্যন্ত সবার শুভকামনাই আছে। উল্লেখ্য, টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মাঝে ছয় নম্বরে আছেন কুক।
বর্তমানে টেস্টে তার রান সংখ্যা ১২২৫৪। ৩২ শতকের পাশাপাশি ৫৬ অর্ধশতক রয়েছে কুকের। ভারতের নাগপুরে নিজের অভিষেক টেস্টে শতক হাঁকিয়েছিলেন এই ব্যাটসম্যান। ২০১০-১১ সালে অস্ট্রেলিয়ায় ২০ বছর পর ৩-১ ব্যবধানে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড।
আর সেবার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরষ্কারটি উঠেছিল কুকের হাতে। শুধু তাই নয় ২০১২ সালে ভারতের মাটিতে কুকের অধিনায়কত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংলিশরা।