কুককে '৪-১' উপহার দিতে চান অধিনায়ক

ছবি: অ্যালিস্টার কুক, জো রুট

|| ডেস্ক রিপোর্ট ||
ইংলিশ ক্রিকেটের সাথে অ্যালিস্টার কুকের ১২ বছরের সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে আজ (শুক্রবার)। তাই ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারের বিদায়কে স্মরণীয় করে রাখতে ভারতের বিপক্ষে আজকের এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক জো রুট।
ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় দিবেন টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা ব্যাটসম্যান কুক। টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি রান সংগ্রহ করা ব্যাটসম্যানের তালিকায় ছয়ে থাকা কুককে নিয়েই ৪-১ ব্যবধানে সিরিজ জিততে চান ইংলিশ বর্তমান অধিনায়ক।
জানিয়েছেন, অতীতে এমন বিদায় না হলেও কুককে তাঁরা বিশ্বের এক নম্বর টেস্ট দলকে বিশাল ব্যবধানে হারানো উপহার দিতে চান। আর বিশ্বকে জানিয়ে দিতে চান তাঁরা দল হিসেবে আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখেন।

'আমার পূর্ণ লক্ষ্য থাকবে এই ম্যাচে জয় নিশ্চিত করা। এই একটা দিক যেখানে আমরা অতীতে সঠিকটা করতে পারিনি। এবং বিশ্বের একমাত্র দলকে ৪-১ ব্যবধানে হারিয়ে আমরা শক্তিশালী বার্তা দিতে চাই যে আমরা দল হিসেবে কেমন এবং আমরা আরও কত দূর যেতে চাই। এটা কঠিন পরিস্থিতিতে গ্রীষ্মে কিছু ভালো ক্রিকেটের সমষ্টি হতে যাচ্ছে।
'আমরা কোন পরিকল্পনা করিনি। কিন্তু আমি নিশ্চিত আমরা কিছু করে দেখাব। মাঠ থেকে শুরু করে সবাই তাঁকে ভালোভাবে বিদায় দিতে সাহায্য করবে এই ব্যাপারে আমি নিশ্চিত। ড্রেসিং রুমের সবাই তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে সব কিছুই করবে।'
এদিকে সোমবারে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেয়া কুক এই কয়েক দিন অনেক বিষণ্ণ ছিলেন। শুধু তিনি একা নন, তাঁর সাথে এতো বছর ধরে খেলা বেশ কিছু ক্রিকেটারও পার করছে আবেগময় মুহূর্ত।
কুকের বিদায় ইংলিশ দল অনেক বড় মানের ক্রিকেটারকে হারাবে বলে মনে করছেন বর্তমান অধিনায়ক রুট। কিন্তু ১৬০ টেস্ট খেলা ইংলিশ সাবেক এই অধিনায়ক ক্রিকেটকে যেভাবে উপভোগ করেছেন, যা ভেবে রোমাঞ্চিত জো রুট।
'তাঁর জন্য এই সপ্তাহটা অনেক আবেগঘন ছিল। এবং আরও অনেকের জন্যও, যারা তাঁর সাথে অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। তাঁকে হারানো আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক বড় ক্ষতি। কিন্তু আমি খুব উচ্ছ্বসিত যে সে এই খেলাকে উপভোগ করার সুযোগ পেয়েছে।'