অধিনায়ক মিচেল মার্শ, স্কোয়াডে 'নিষিদ্ধ' ব্যানক্রফট

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিগ ব্যাশ মৌসুমে পার্থ স্কোরচার্সকে নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। শুক্রবার ডানহাতি এই অলরাউন্ডারের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্কোরচার্স কর্তৃপক্ষ।
এর আগের সাত মৌসুমে অ্যাডাম ভোজেসের নেতৃত্বে তিনবার শিরোপা জিতেছে দলটি। কিন্তু আসন্ন মৌসুম থেকে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

ভোজেস ছাড়াও মিচেল জনসনও স্কোরচার্সের হয়ে আর বিগ ব্যাশে অংশ নিবেন না। কয়েকদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই বাঁহাতি পেসার।
তাই সব মিলিয়ে মার্শকেই যোগ্য দাবিদার মনে হয়েছে তাদের পার্থের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার জন্য। সঙ্গী হিসেবে মাইকেল ক্লিঙ্গার, নাথান লায়ন, শন মার্শ, নাথান কুল্টারনাইলদেরকে পাচ্ছেন এই অজি।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলিকে এই মৌসুমের জন্যও দলে রেখেছে তারা। আরেকজন বিদেশী ক্রিকেটার কে হবেন সেটা নিয়ে এখনও কিছু জানায়নি স্কোরচার্স কর্তৃপক্ষ।
এদিকে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরন ব্যানক্রফটও আছেন স্কোরচার্সের সাইডে। কারণ বিগ ব্যাশ শুরুর পর ৩০ ডিসেম্বর হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরার কথা রয়েছে তার।
এবছরের শেষে মাঠে গড়াবে বিগ ব্যাশ ষষ্ঠ আসর। যেখানে ডিসেম্বরের ২০ তারিখ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তিনবারের চ্যাম্পিয়নরা।