রোহেল নাজিরের নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসেই বসতে যাচ্ছে যুবাদয়ের এশিয়া কাপের আসর। আর আসন্ন আসরটিকে সামনে রেখে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টটি, যা চলবে আগামী মাসের ৭ তারিখ পর্যন্ত। আর আসন্ন টুর্নামেন্টটি পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান রোহেল নাজির।
যিনি গেল যুব বিশ্বকাপেও পাকিস্তান দলের সঙ্গে ছিলেন। উইকেট রক্ষক এই ব্যাটসম্যান বেশ প্রতিভাবান ব্যাটসম্যান বিঁধায় তার নেতৃত্বে এবারের এশিয়া কাপে লড়তে আছে পাকিস্তান।

দলে ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন মুহাম্মাদ মোহসিন, সায়েম আইয়ুব, ওয়াকার আহমেদরা। বোলারদয়ের মধ্যে আছেন আরশাদ ইকবা, নাসিম শাহ, জুনায়েদ খানরা।
রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে আছেন, ইজহার খান, হায়দার আলি, বিলাল খান, মুখতার আহমেদ এবং খাইয়াম খা'র মত তরুণ ক্রিকেটাররা। স্কোয়াডে থাকা কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে ভাগ্য খুলবে এদের।
আর আসন্ন এশিয়া কাপে দলটির ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাদিক মুহাম্মাদ। হেড কোচ হিসেবে আছেন আজম খান এবং তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মুহতাসিম রশিদ।
পাকিস্তান স্কোয়াডঃ
মুহাম্মাদ মোহসিন, সায়েম আইয়ুব, জাহানজেইব সুলতান, আওাইজ জাফর, ওয়াকার আহমেদ, সাদ খান, রোহান নাজির, মুহাম্মাদ আসিফ, ফারুখ ওয়াকাস, বিলাল জাভেদ, জুনায়েদ খান, মুসা খান, নাসিম শাহ, মুহাম্মাদ হাসনাইন, আরশাদ ইকবাল।