promotional_ad

'তুরুপের তাস' হবেন তো মুস্তাফিজ?

ছবি-বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুবাইয়ের মাঠে টাইগার পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত এখন পর্যন্ত মোট ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।


২০১৪ সালে যুব বিশ্বকাপের পাশাপাশি পিএসএলে লাহোর কালান্দার্স হয়ে সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই আরব আমিরাতের কন্ডিশনে তার উপরেই সবচেয়ে বেশি আস্থা রাখতে চাইবে বাংলাদেশ দল। 


২০১৪ সালে যুব বিশ্বকাপে ছয় ম্যাচে ১৮ গড়ে নয় উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। আর পিএসএলের গেল আসরে পাঁচ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।


promotional_ad

মুস্তাফিজ ছাড়া বোলারদের মধ্যে সেখানে খেলেছেন মেহেদি হাসান মিরাজের। সাকিব আল হাসান অলরাউন্ডার হওয়ার কারণে এই লিস্টে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি। 


মুস্তাফিজের সঙ্গে মিরাজও খেলেছেন ২০১৪ সালের যুব বিশ্বকাপে। সেবার সেবার ৬ ম্যাচ খেলে ৬ উইকেট শিকার করেছিলেন ডানহাতি এই স্পিনার।


যেহেতু মুস্তাফিজ মিরাজ ছাড়া আর কোন বোলার আরব আমিরাতের কন্ডিশনে খেলেন নি তাই এদের দুজনের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইবেন অধিনায়ক মাশরাফি। মুস্তাফিজ সেখানে খেলার ব্যাপার সংবাদ সম্মেলনে আগেই জানিয়েছিলেন,


'সেখানকার গরম প্রায় আমাদের দেশেরই মত। অত আহামরি পরিবর্তন নেই। আমি ২০১৪ সালে খেলেছিলাম, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তখন যেই মাঠে খেলেছি সেই মাঠেই এবার খেলা হবে। সব কিছু প্রায় আমাদের মতই হবে। এখন এসিসি কি উইকেট দেয়া সেটা দেখার বিষয়।'


আর পেসারদের মধ্যে রুবেল-রনিদের চেয়ে মুস্তাফিজের উপরেই আস্থা বেশি রাখবেন টাইগারর কাপ্তান। এখন দেখার বিষয় মাশরাফির আস্থার কতটুক প্রতিদান দিতে পারেন 'তুরুপের তাস' মুস্তাফিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball