সবচেয়ে কম বাংলাদেশেরই
ছবি: ছবি-বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে সর্বনিন্ম দলীয় স্কোরের রেকর্ডটি নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ দল। ১৮ বছর ধরে লজ্জার এই রেকর্ডের বোঝা কাঁধে নিয়ে ঘুরছে টাইগাররা।
২০০০ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩২১ রানের লক্ষ্যে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় তারা।

অবশ্য সর্বনিম্ন দলীয়স্কোর গড়ার এই লজ্জার রেকর্ডে সেরা পাঁচে তিন বার রয়েছে বাংলাদেশের নাম। মাত্র ৯৪ রানে গুটিয়ে গিয়ে দ্বিতীয় স্থানেও রয়েছে টাইগাররা।
১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে গাজি আশরাফ লিপুর নেতৃত্বাধীন বাংলাদেশ এই রেকর্ড গড়েছিল। তাদের দেয়া লক্ষ্যে সহজেই পৌঁছে যায় ইমরান খানের দল।
তিন নম্বরে আছে শ্রীলংকা, ভারতের বিপক্ষে ১৯৮৪ সালে ৯৬ রানে গুটিয়ে গিয়েছিল তারা। এই তালিকার চার নম্বরে আবারো আছে বাংলাদেশের নাম।
১৯৮৮ সালে ভারতের বিপক্ষে ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৯ রানের পুঁজি পেয়েছিল গাজি আশরাফ লিপুর বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে নয় উইকেটে হারায় বাংলাদেশ।
আর পাঁচ নম্বরেও রয়েছে বাংলাদেশের নাম। তবে এক্ষেত্রে প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে তারা। ২০০৪ সালে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয় হংকং।