promotional_ad

ইনজুরি বাঁচিয়ে দিল নাসিরকে?

ছবি - ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। আর এই ইনজুরিই তাকে বাঁচিয়ে দিয়েছে বড় ধরণের শাস্তি পাওয়া থেকে।


বৃহস্পতিবার বোর্ড সভাপতি জানিয়েছিলেন জাতীয় দলের তিন ক্রিকেটার সাব্বির রহমান, নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে শনিবার ডিসিপ্লিন কমিটি বৈঠকের জন্য ডেকেছে।


কিন্তু শনিবার নিশ্চিত হওয়া গিয়েছে শুধু সাব্বির এবং মোসাদ্দেককে ডাকা হয় এখানে। বৈঠক শেষে সাব্বিরকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার প্রস্তাবনা দেয়ার পাশাপাশি মোসাদ্দেক হোসেনকে সতর্কবার্তা দেয়া হয়।


promotional_ad

সংবাদ সম্মেলনে এসে বিপিএলের গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এসব তথ্য দিয়েছেন। সেখানে নাসিরের ব্যাপারেও কথা বলেন তিনি। তিনি বলেন,


'নাসিরের কোন হেয়ারিং ছিলনা আমাদের সাথে। পরে তাকে ডাকা হতে পারে, ইনজুরির কারণে সে ক্রিকেটের বাইরে আছে সে। যেকোন শাস্তি দিতে হলে সেটা দু ধরনের হতে পারে।


একটা হল আর্থিক নাহলে ক্রিকেট থেকে নিষিদ্ধ। কিন্তু সে ইনজুরিতে আছে তাই এখন তাঁকে ডাকা হয়নি, ভবিষ্যতে ডাকা হতে পারে।' 


চলতি বছরের এপ্রিলে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান নাসির। এরপর জানা যায় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। সেই ইনজুরি থেকে সেরে উঠতে পরবর্তীতে অস্ত্রোপচার করাতে হয় তাকে।


বর্তমানে মাঠের বাইরে আছেন তিনি। মাঠে ফিরতে ডানহাতি এই ব্যাটসম্যানের সময় লাগবে আরও ছয় মাস। আর এই সময়টাতেই একজন নারীকে নিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন এই অলরাউন্ডার। যেকারণে তাকে নিয়েও চিন্তায় পড়েছে ক্রিকেট বোর্ড।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball