promotional_ad

কোহলিকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে ভারত

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বিশ্রাম দেয়া হয়েছে দলের নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলিকে। 


ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ধকল ও কোহলির পিঠের ইনজুরি ইস্যু মাথায় রেখেই তাকে বিশ্রাম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা।


promotional_ad

রোহিতের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক ওপেনার শেখর ধাওয়ান। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দ্বিতীয় কিপার হিসেবে জায়গা ধরে রেখেছেন দীনেশ কার্ত্তিক। তবে জায়গা হয়নি রিশাভ পান্টের।


এদিকে দীর্ঘদিন পর দলে ফিরেছেন কেদার জাদভ, মানিশ পান্ডে এবং আম্বাতি রাইয়ুডু। আর ইংল্যান্ড সিরিজে দলে থাকা তিন ক্রিকেটার সুরেশ রায়না, সিদ্ধার্থ কউল এবং উমেশ যাদবের জায়গা হয়নি স্কোয়াডে। 


এছাড়াও ইনজুরি কাটিয়ে বোলিং লাইন আপের ধার বাড়াতে দলে ফিরেছেন ভুমনেশ্বর কুমার। আর নতুন মুখ হিসেবে দলে জায়গা হয়েছে পেসার খলিল আহমেদের। 


ভারতের এশিয়া কাপ স্কোয়াডঃ


রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান (সহ-অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেট রক্ষক), লোকেশ রাহুল, আম্বাতি রাইয়ুডু, কেদার যাদব, মনিশ পান্ডে, হার্দিক পান্ডেয়া, দীনেশ কার্ত্তিক (উইকেট রক্ষক), কুলদিব যাদব, যুবেন্দ্র চহল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর, খলিল আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball