আরব আমিরাত মুস্তাফিজের চেনা

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আরব আমিরাতের কন্ডিশন নতুন নয় টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের কাছে। ২০১৪ সালে যুব বিশ্বকাপের পাশাপাশি পিএসএলে লাহোর কালান্দার্স হয়ে সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
আরব আমিরাতে খেলার আগের অভিজ্ঞতাগুলোকে আসছে এশিয়া কাপে কাজে লাগাতে চান তিনি। সেই সঙ্গে বাংলাদেশ এবং আরব আমিরাতের কন্ডিশনে যে বেশি পার্থক্য নেই সেটাও জানিয়ে দিয়েছেন ফিজ।

বৃহস্পতিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে এশিয়া কাপের জন্য আয়োজিত টাইগারদের অনুশীলন ক্যাম্পের চতুর্থ দিন এসব নিয়েই কথা বলেন মুস্তাফিজ। সেখানে দুবাইয়ের কন্ডিশন তার পরিচিত হলেও উইকেট কেমন হবে সেটা নিশ্চিত নন তিনি। তিনি জানান,
'সেখানকার গরম প্রায় আমাদের দেশেরই মত। অত আহামরি পরিবর্তন নেই। আমি ২০১৪ সালে খেলেছিলাম, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।
তখন যেই মাঠে খেলেছি সেই মাঠেই এবার খেলা হবে। সব কিছু প্রায় আমাদের মতই হবে। এখন এসিসি কি উইকেট দেয়া সেটা দেখার বিষয়।'
উল্লেখ্য যে, ২০১৪ সালে যুব বিশ্বকাপে ছয় ম্যাচে ১৮ গড়ে নয় উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। আর পিএসএলের গেল আসরে পাঁচ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দুবাইয়ে এখন পর্যন্ত মোট ১০ ম্যাচে ১৩ উইকেট রয়েছে তার।