কাপ্তানদের সঙ্গে বৈঠকে বোর্ড সভাপতি

ছবি: ছবিঃ সাকিব এবং মাশরাফি

|| ক্রিকফ্রেঞ্জি করেস্পন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে মিটিংয়ে বসেছেন সভাপতি নাজমুল হাসান পাপন, সাকিব আল হাসান এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যতদূর জানা গিয়েছে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখেই মূলত মিটিংয়ে বসেছেন তারা।
এশিয়া কাপের স্কোয়াড কেমন হবে এই বিষয়টি নিয়েই মিটিংয়ে আলোচনা করছেন তারা। মিটিং শেষেই সেখানে কি হয়েছে তার ব্যাপারে পুরোপুরি জানা যাবে।

প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো অনুশীলন করেছেন মিরপুরে। এশিয়া কাপের আগে পূর্ণ ফিট হতেই পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন তারা।
এদিকে বুধবার দেশে ফিরলেও আজ অনুশীলন করেননি টাইগারদের টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। বৃহস্পতিবার তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।
সেখান থেকে ফিরেই এশিয়া কাপের জন্য অনুশীলন শুরু করবেন এই বাঁহাতি অলরাউন্ডার। অন্যদিকে আগামী মাসের ৭ তারিখ দেশে ফিরে দলের সঙ্গে যোগ দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ।