যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু দেশে ফিরলেও এখনই এশিয়া কাপের জন্য চলমান ক্যাম্পে যোগ দেয়া হচ্ছেনা তার।
কারণ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। হজ পালন শেষে সৌদি আরব থেকে সোজা যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সাকিবের। সেখানে অবস্থান করা তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসানকে নিয়ে দেশে ফেরার কথা ছিল তার।
কিন্তু আঙুলে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্যই যুক্তরাষ্ট্র না গিয়ে সাকিব দেশে ফিরে আসেন। এরপরই সিদ্ধান্ত হয় যে এশিয়া কাপে অংশ নেয়ার পরই আঙ্গুলের অস্ত্রোপচার করাবেন এই অলরাউন্ডার।

এদিকে সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশে ক্রিকেটারদের যাওয়া-আসার ক্ষেত্রে দায়িত্বপালনকারী ওয়াসিম খান। তিনি জানান,
'সাকিবের হাতের অস্ত্রোপচারের বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) বোর্ডপ্রধানের সঙ্গে আলোচনা করা হবে। তবে কালই আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান।'
চলতি বছরের জানুয়ারি মাসে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আঙ্গুলের ইনজুরির কারনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ও নিদাহাস ট্রফির প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি সাকিব।
এরপর ব্যথানাশক ইনজেকশন নিয়ে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষের দিকে ফের আঙ্গুলের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠলে সাকিবের এশিয়া কাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে সব শঙ্কা পেছনে ফেলে এশিয়া কাপে অংশ নেয়ার ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।