তামিম ঠিক আছেন তো?

ছবি: তামিম ইকবাল

||ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||
চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হয়েছে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প। চলমান ক্যাম্পের তৃতীয় দিন ফিল্ডিং সেশনের সময় আঙ্গুলে ব্যথা পেতে দেখা যায় ওপেনার তামিম ইকবালকে।
মিরপুর সকাল সাড়ে নয়টা থেকে দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করতে দেখা গেছে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। দ্বিতীয় ধাপে মিরপুরের হোম অব ক্রিকেট মাঠে স্টিভ রোডস সাথে ফিল্ডিং সেশনে অংশ নেন তামিম।

বেশ কিছুক্ষণ কাছের ফিল্ডিং অনুশীলন করার পর আঙ্গুলের আঘাত পেয়ে দল থেকে বেরিয়ে আসতে দেখা যায় এই সিনিয়র ক্রিকেটারকে। জাতীয় দলের ড্রেসিং রুমের সামনে আসতেই ফিজিও থিলান চন্দ্রমোহনের শরণাপন্ন হন তিনি।
টিম ফিজিও তামিমের আঙ্গুল পর্যবেক্ষণ করে দেখার পর তামিমকে ড্রেসিং রুমে প্রবেশ করতে দেখা যায়। খানিকবাদে আঙ্গুলে ব্যান্ডেজ করে অনুশীলন করতে নামতে দেখা যায় এই বাঁহাতি ওপেনারকে।
এরপর দলের সাথে আরও কিছুক্ষণ অনুশীলন করতে দেয়া যায় তামিম ইকবালকে। অনুশীলন শেষেও তামিমের আঙ্গুলে ব্যান্ডেজ দেখা গিয়েছিল।