promotional_ad

মিরাজের অস্ত্র যুব বিশ্বকাপের অভিজ্ঞতা

ছবিঃ মিরাজ
promotional_ad

।। ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ।।


জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও প্রথম বারের মতো এশিয়া কাপ খেলবেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আর নিজের প্রথম এশিয়া কাপকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এই তরুণ। 


দুবাইয়ের মাটিতে এশিয়া কাপে অংশ নিতে আগামী মাসে দেশ ছাড়বে টাইগাররা। আর সেখানকার কন্ডিশনের সঙ্গে ভালো পরিচিত রয়েছে শুধু তিন চারজন সিনিয়র ক্রিকেটারের।


তবে সিনিয়রদের পাশাপাশি মিরাজও সেখানের কন্ডিশনের সঙ্গে পরিচিতি হয়েছেন আরও ৪ বছর আগে। ২০১৪ সালে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এই তরুণ।


সেবার ৬ ম্যাচ খেলে ৬ উইকেট শিকার করা মিরাজ আসন্ন এশিয়া কাপে নিজেদের লক্ষ্য নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন সোমবার। জানিয়েছেন, ৪ বছর আগে সেখানে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এশিয়া কাপে। তিনি বলেন,


promotional_ad

'এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় দলের হয়ে আমরা এশিয়া কাপ খেলি নি। লক্ষ্য থাকবে ভালো কিছু করার। আর এশিয়া কাপ যেহেতু আরব আমিরাতে।


যদি সুযোগ পাই তাহলে অবশ্যই শতভাগ দেয়ার চেষ্টা করব। আমি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি ওখানে, উইকেট সম্পর্কে একটু হলেও ধারনা আছে। সব ঠিক থাকলে ভালো করার চেষ্টা করব।' 


এদিকে দলের প্রয়োজনে নিজের শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত মিরাজ। তবে বাড়তি চাপ থেকে মুক্ত থাকতে ব্যক্তিগত কোন লক্ষ্য নির্ধারণ করেননি এই তরুণ। মিরাজ আরও বলেন, 


'দলের প্রয়োজনে যখন যেটা করতে হবে সেটা করাই আমার লক্ষ্য। দলের প্রয়োজনে পাওয়ারপ্লেতে বোলিং করতে হলে কিভাবে ব্যাটসম্যানকে রান করা থেকে থামিয়ে রাখব, উইকেট আদায় করতে পারব।


মিডলওভারে কিভাবে বল করব, এইভাবে পরিকল্পনা করেই বল করি। এছাড়া ব্যক্তিগত কোন লক্ষ্য নেই, এটা করব বা সেটা করব...এমন কোন চিন্তা নেই। বাড়তি কোন চাপ নিতে চাই না। দলের চাহিদা অনুযায়ী পারফর্ম করে যেতে চাই।' 


উইকেট এবং কন্ডিশনের প্রত্যাশা নিয়েও কথা বলেছেন টাইগার এই অলরাউন্ডার। জানিয়েছেন এরূপ কন্ডিশনে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে দলের অনেক ক্রিকেটারেরই।


সুতরাং ভালো ফলাফলই হবে বলে প্রত্যাশা করছেন তিনি। মিরাজ বলেন,এশিয়া কন্ডিশনে খেলা, এখানকার কন্ডিশনে আমরা অনেক খেলেছি। আমাদের অনেক প্লেয়ার খেলেছে উপমহাদেশে। আশা করি সব ঠিক থাকলে খুব ভালো হবে ফলাফল।'


অবশ্য দেশের বাইরে অনুষ্ঠিতব্য এই এশিয়া কাপে যে যথেষ্ট চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে বাংলাদেশকে সেটিও স্বীকার করে নিয়েছেন মিরাজ। তবে চ্যালেঞ্জ যতই থাকুক, দলের সকলের পরিশ্রম ঠিকই কাজে আসবে টুর্নামেন্টে বলে বিশ্বাস করেন তিনি। তাঁর ভাষায়,


'চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটা খেলাই কিন্তু চ্যালেঞ্জ। আমাদের দলে সবাই অনেক কঠোর পরিশ্রম করছে। ব্যক্তিগত ভাবে অনেকে অনুশীলন করেছে। আশা করি সবার পরিশ্রম কাজে লাগবে। যার যার সেরাটা দিতে পারলেই ভালো হবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball