promotional_ad

মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন স্টিভ রোডস

স্টিভ রোডস, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

।। ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ।।


বাংলাদেশ ক্রিকেট দলের সাথে এখন পর্যন্ত খুব বেশি কাজ করেননি ইংলিশ ম্যান স্টিভ রোডস। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজটিই ছিল টাইগারদের হয়ে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট।


ক্যারিবিয়ান সফরে দলকে নিয়ে খুব বেশি কাজ না করলেও দেশে ফিরে পুরোদমে টাইগারদের নিয়ে মেতেছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। মূলত সকলের সমস্যা চিহ্নিত করে সেটি নিয়েই কাজ করছেন কোচ। আর এই ব্যাপারটিই মুগ্ধ করেছে জাতীয় ক্রিকেট দলের অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। 



promotional_ad

এশিয়া কাপের আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পের দ্বিতীয় দিন সাংবাদিকদের সাথে আলাপকালে মিরাজ জানিয়েছেন নতুন কোচের ব্যাপারে তাঁর অনুভূতির কথা। রোডসের নেতৃত্বে অনুশীলন দারুণ উপভোগ করছেন জানিয়ে এই তরুণ বলেছেন,   


'ওয়েস্ট ইন্ডিজে কোচের সাথে তেমন কাজ করা হয় নি আমাদের। এখন সে আমাদের নিয়ে অনেক কাজ করেছে, যার যার যেই সমস্যা সেই সমস্যা অনুযায়ী। আমরা তার সাথে অনুশীলন করে খুবই উপভোগ করছি। সবাই অনেক সাহায্য করছে। খুব ভালো লাগছে। আজ আমরা ফিল্ডিং, রানিং ও জিম করেছি। সব কিছুই ভালো লাগছে।' 


বর্তমানে ফিল্ডিংয়ের প্রতি বেশ জোর দিচ্ছেন মিরাজ। রান বাঁচাতে হলে ভালো ফিল্ডিংয়ের যে বিকল্প নেই সেটিও বোধগম্য হয়েছে তাঁর। আর সেই কারণেই কোচের অধীনে অনুশীলনটিও সেভাবে চালিয়ে যাচ্ছেন তিনি। টাইগার এই অলরাউন্ডারের ভাষায়, 



'ক্রিকেটে ব্যাটিং, বোলিং দুটোই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিল্ডিং। একটি ওয়ানডে ম্যাচে ২০-৩০ রান ফিল্ডিং করে বাঁচাতে পারলেই ম্যাচের মোড় ঘুরে যায়। দিন শেষে দেখা যায় সেই রানটাই জয় পরাজয় নির্ধারণে কাজে দেয়। সেভাবেই আমরা অনুশীলন করছি, কঠোর পরিশ্রম করছি ম্যাচের পরিস্থিতির কথা চিন্তা করে।


উল্লেখ্য কয়েকদিন আগে বাংলাদেশ 'এ' দলের আয়ারল্যান্ড সফরে পারফর্মেন্স যাচাই করতে গিয়েছিলেন স্টিভ রোডস। দায়িত্ব নেয়ার পর থেকেই তাঁর এরূপ তৎপরতা মুগ্ধ করেছে বোর্ডের সকল কর্তা ব্যক্তিকেই।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball