promotional_ad

যোশিকে ছাড়াই এশিয়া কাপের প্রস্তুতি?

সুনীল যোশি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে কয়েকদিন পর থেকেই নিজেদের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তবে এই ক্যাম্পে টাইগাররা হয়তো পাচ্ছে না তাদের স্পিন বোলিং কোচ সুনীল যোশিকে। 


গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ চলাকালীন সময়ে সাবেক এই ভারতীয় বাঁহাতি স্পিনারকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে টাইগারদের দায়িত্ব পালন করে আসছেন যোশি। 



promotional_ad

কিন্তু বিসিবির একটি সুত্র থেকে জানা গেছে যে এশিয়া কাপের আগেই ভারতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যোশির। ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সাথে যোগ দিতেই বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন যোশি বলে জানা গেছে।


এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা বলেন, 'আমরা জানতে পেরেছি যে তিনি (যোশি) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সাথে কাজ করবেন এবং সেটি যদি আসলেই হয় তাহলে তাঁকে পাওয়া সম্ভব হবে না।'


 গত বছর টাইগারদের স্পিন পরামর্শক হিসেবে রুয়ান কালপাগে দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার সাবেক স্পিন তারকা স্ট্রুয়ার্ট ম্যাকগিলকে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে ম্যাকগিল অসুস্থজনিত কারণে দায়িত্ব নিতে অপারগতা জানানোয় যোশিকে প্রস্তাব দেয় বিসিবি। 



উল্লেখ্য ভারতের পক্ষে ১৫ টি টেস্টে ৪১ উইকেট শিকার করেছিলেন যোশি। আর ৬৯টি ওয়ানডেতে তাঁর শিকার ৬৯ উইকেট। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে ৯২ রানের ইনিংস খেলেছিলেন এই ভারতীয়। পাশাপাশি বল হাতে ৮ উইকেট শিকার করেছিলেন যোশি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball