সুলভ মূল্যেই এশিয়া কাপের টিকিট

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

বহুল প্রত্যাশিত এশিয়া কাপের টিকেট বিক্রি শুরু হয়েছে। সোমবার থেকেই এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের সব গুলো ম্যাচের টিকেট পাওয়া যাচ্ছে।
ছয় দলের অংশগ্রহনে আয়োজিত এই মেগা ইভেন্ট শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে। আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের টিকেটের মূল্য বিভিন্ন ধাপে ২০ দিরহাম থেকে ৭৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
যার বাংলাদেশী মূল্য প্রায় ৪৪০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত। বাংলাদেশের মাটিতে বড় কোনো আসর হলেও সাধারণত এই স্কেলে ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।

এদিকে এশিয়া কাপের আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ জারুনি। মিডিয়ার সামনে এক বক্তব্যে তিনি বলেন,
'২০১৮ সালের এশিয়া কাপ আরব আমিরাতের মাটিতে আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমরা অঙ্গীকার করছি, এই আসরটি হবে বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যকার চমকপ্রদ একটি আসর।
'আরব আমিরাতে ক্রিকেট ভীষণ জনপ্রিয়। আমরা জানি যে মাঠে এবং গ্যালারীতে দারুণ কিছু পরিবেশ সৃষ্টি হবে এখানে।'
এই আসরের টিকিট পাওয়া যাবে আবুধাবী ক্রিকেট এবং দুবাই স্পোর্টস সিটিতে। ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে তাদের সাথে।
ইমেইলঃ- Hospitality@dsc.ae
এবং viphospitality@abudhabicricket.ae.