আশরাফুলের নো শর্টকাট ফর্মুলা

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মোহাম্মদ আশরাফুলের জন্য জাতীয় দলের পথটা সহজ হওয়ার নয়। বিষয়টি আশরাফুলের ভালোই জানা। তাই কঠিন পথটা পাড়ি দিয়েই জাতীয় দলের মহামূল্যবান জায়গাটা অর্জন করতে চান তিনি।
আসন্ন ঘরোয়া মৌসুমে বিশেষ কিছু করে দেখিয়ে জাতীয় দলের জায়গা আদায় করে নিতে চান এই জনপ্রিয় ক্রিকেটার। গত ঢাকা প্রিমিয়ার লীগে পাঁচ সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি।

এবার আসন্ন মৌসুমে গত বছরের ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি। ৩৪ বছর বয়সী আশরাফুল সোমবার লন্ডন থেকে ফিরে বলেছেন, 'সামনে এনসিএল আছে। ঘরোয়া ক্রিকেটটা ভালো করে খেলতে চাই। তাহলেই হবে আশা করি। দ্রুত তো দলে ফেরা যাবে না।
'এখন যদি খেলা থাকত তাহলে সুযোগ ছিল পারফর্ম করে দলে জায়গা করে নেয়া। যেহেতু এখন আমাদের খেলা চলছে না। ক্রিকেটের মৌসুমে বিশেষ কিছু করতে চাই। কোন শর্টকাট করে দলে জায়গা করে নিতে চাই না। সময় নিয়ে পারফর্ম করেই দলে ফিরতে চাই। পারফর্ম করে দলে ফিরলে লম্বা সময় জায়গা ধরে রাখা যাবে।'
বিপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পর সেই বিপিএলকেই নিজেকে প্রমান করার মঞ্চ হিসেবে নির্ধারণ করছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। তার ভাষায়,
'বিপিএলে খেলতে পারা অনেক বড় ব্যাপার, কারন বিপিএল অনেক বড় মঞ্চ। সেখানে খেলার সুযোগ পেলে বা পারফর্ম করলে জাতীয় দল সহজ হয়ে যায়।