promotional_ad

তামিমের সঙ্গীদের পোস্টমর্টেম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশী ওপেনিং সঙ্গীর সাথে ব্যাট করার রেকর্ড সাবেক কিউই ওপেনার জন রাইটের। তিনি তার খেলা ১৩৫ ওয়ানডেতে ওপেনিংয়ে ২৩ জন সঙ্গীর সাথে ব্যাট করেছেন।


উপমহাদেশে সবচেয়ে বেশি ওপেনিং সঙ্গীর সাথে ব্যাট করার রেকর্ডটি দখলে রয়েছে সাবেক পাকিস্তানি ওপেনার সাঈদ আনোয়ারের তিনি তার ২২২ ওয়ানডেতে ওপেনিংয়ে সঙ্গী হিসেবে পেয়েছেন ২২ জনকে।


তাদের পিছু ধাওয়া করছেন  টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৫ জন সঙ্গীকে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে। তবে কেউই স্থায়ী হতে পারেননি। ২০১৫ সালের বিশ্বকাপের পর ৫ জন ভিন্ন সঙ্গীর সাথে খেলেছেন তামিম।



promotional_ad

২০১৫ বিশ্বকাপে তামিম ইকবালের ওপেনিংয়ে সঙ্গী ছিলেন এনামুল হক। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল এনামুলের, সে ম্যাচে তামিমের সঙ্গে নেমেছিলেন সৌম্য সরকার।


পরের ম্যাচগুলোতে তামিমের সঙ্গী হয়েছিলেন ইমরুল কায়েস। এক টুর্নামেন্টেই তামিমের ৩ জন ভিন্ন সঙ্গীর সাথে খেলতে হতে হয়েছিল সেবার। বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে তামিমের সঙ্গে সবচেয়ে বেশি ইনিংসে শুরু করেছেন বাঁহাতি সৌম্য সরকার।


২২ ইনিংসে দুজন মিলে ৪০.৮১ গড়ে করেছেন ৮৯৮ রান। তবে গড়ের হিসেবে সৌম্যর থেকে এগিয়ে ইমরুল। তার এবং তামিমের ওপেন করা ৯ ইনিংসে ৬০ গড়ে ৫৪০ রান তুলেছে বাংলাদেশ। গত বছরের শেষের দিকে দক্ষিন আফ্রিকা সফর শেষে জাতীয় দলে অনেকটাই অনিয়মিত ইমরুল।



তার জায়গায় আবারও সুযোগ পেয়েছেন এনামুল তবে কাজে লাগাতে পারেননি। বিশ্বকাপের পর ৭ ইনিংস তামিমের সাথে ওপেনিং করেছেন তিনি। ২৫.৭১ গড়ে করেছেন ১৮০ রান। সৌম্য, ইমরুল, এনামুল ছাড়াও বিশ্বকাপের পর একটি করে ওয়ানডে ম্যাচে লিটন ও মিথুন নেমেছিলেন ওপেনিংয়ে।


তবে তামিম-লিটনের জুটির স্থায়িত্ব হয়েছিল মাত্র ২ রান। আর তামিম-মিথুনের জুটি থেকে এসেছিল ১১ রান। এরপর আর তাকে তামিমের সাথে দেখা যায়নি। সামনেই ২০১৯ সালের বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে এখনও সঙ্গীর খোঁজ চলছে তামিমের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball