promotional_ad

শুভ জন্মদিন মিস্টার ফিফটি।

ছবি - সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক || 


হাবিবুল বাশার  সুমন বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের একজন সফল নির্বাচক।তারচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,ছিলেন দলের একজন কান্ডারি ব্যাটসম্যান। বাশারের অধীনেই বাংলাদেশ ক্রিকেট দল ২০০৫ সালে জিম্বাবুয়ের  বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায়।


promotional_ad

১৯৭২ সালের আজকের এই দিনে কুষ্টিয়া জেলার নাগাকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন এই গুণী ক্রিকেটার।


বাশার  দেশের হয়ে ৫০ টেস্ট খেলে প্রায় ৩১ গড়ে করেন করেন ৩০২৬ রান। যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি এবং, ২৪টি হাফ সেঞ্চুরি।ওয়ানডেতে ১১১ ম্যাচে করেছেন ২১৬৮ রান। সেঞ্চুরি অবশ্য নেই, হাফ সেঞ্চুরি ১৪টি। টেস্ট কি ওয়ানডে ক্রিকেটে তিনি ব্যাট করতে নামা মানেই যেন হাফসেঞ্চুরি নিশ্চিত। তাইতো অনেকেই মজা করে হাবিবুল বাশার সুমনের নাম দিয়েছিলেন `মিস্টার ফিফটি।


২০০৮ সালে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তিনি। ২২ গজে বাসার ব্যাট হাতে আর না নামলেও আছেন ক্রিকেটের সাথেই। `জাতীয় দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক,মিস্টার ফিফটি বহু পরিচয়ে পরিচিত হাবিবুল বাশার সুমনের আজ ৪৬ তম জন্মদিন আজ। ক্রিকফ্রেঞ্জি পরিবারের পক্ষ থেকে হাবিবুল বাশারকে জন্মদিনের শুভেচ্ছা,শুভকামনা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball