promotional_ad

রোডসে খুলবে বাংলাদেশিদের কাউন্টি দুয়ার?

সাকিব, মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ক্রিকেটারদের স্কিল ঘষেমেজে ঠিক করার জন্য ইংলিশ কাউন্টি ক্রিকেটের চেয়ে উত্তম কিছু নেই। ইংলিশ কাউন্টি একজন ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত করার জন্য চমৎকার সুযোগ প্রদান করে।


টেস্ট ক্রিকেটের প্রধান শর্ত হচ্ছে, বিভিন্ন কন্ডিশনে প্রতিটি ক্রিকেটারের চরিত্রের পরীক্ষা করা। কাউন্টি ক্রিকেট যা একজন ক্রিকেটারকে উপহার দিয়ে থাকে। একই সাথে ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার সুযোগ করে দেয় ইংলিশ কাউন্টি ক্রিকেট।


কিন্তু বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপক চাহিদায় চাপা পড়ছে ইংলিশ কাউন্টির জনপ্রিয়তা। বিশ্বের তারকা ক্রিকেটাররা কাউন্টি ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বেশি ঝুঁকছে।



promotional_ad

তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ইংলিশ কাউন্টিতে খেলতে চাইবে আন্তর্জাতিক ক্রিকেটাররা।


বিশেষ করে উপমহাদেশের ক্রিকেটাররা ইংল্যান্ডের কন্ডিশনের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে চাইবে। বাংলাদেশের ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়।


বেশ কিছু ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে ইংল্যান্ডে খেলার চেষ্টা করছেন। এক্ষেত্রে ইংল্যান্ড থেকে আগত জাতীয় দলের নতুন কোচ স্টিভ রোডসের সাহায্য নিতে পারে বাংলাদেশি ক্রিকেটাররা।


এর আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান স্টিভ রোডসের দল ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান অল্প সময়ের জন্য খেলেছিলেন সাসেক্সের হয়ে।



কে জানে, সব ঠিক থাকলে হয়তো ইংলিশ কাউন্টিতে দেখা যেতে পারে বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball