ট্রেন্টব্রিজ টেস্টে অনিশ্চিত কোহলি

ছবি:

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। টানা দুই ম্যাচ হেরে কোহলিদের আত্মবিশ্বাস এখন তলানিতে। অনেকে অধিনায়ক কোহলি আর প্রধান কোচ রবি শাস্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে, সাময়িকভাবে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতেও পারেন কোহলি। এমনিতেই লর্ডসে চোট পাওয়ায় তৃতীয় টেস্টে ট্রেন্টব্রিজে ভারতীয় অধিনায়কের খেলা অনেকটাই অনিশ্চিত।
তারপরও মাঠে নামতে মরিয়া কোহলি। শনিবার থেকে মাঠে গড়াচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচ শেষে ভারতীয় দলে ব্যপক পরিবর্তনের আভাষ পাওয়া গেছে। কারণ দলের ব্যাটসম্যানরা কেউই নিজেদের সেরা ফর্মে নেই।

সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে কোহলি। কোহলি না খেললে সহ অধিনায়ক অজিঙ্কা রাহানের কাঁধে নেতৃত্ব চাপার কথা থাকলেও, এই ব্যাটসম্যানের অফ ফর্ম ভাবাচ্ছে বিসিসিআইকে।
তিনি প্রথম একাদশে থাকবেন কি না, তা-ই নিশ্চিত নয়। এমন অবস্থায় তৃতীয় টেস্টে অধিনায়ক হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। ট্রেন্টব্রিজ টেস্টে কোহলিদের বড় একটি পরীক্ষা হয়ে যাবে। এই সিরিজের পর বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
বোর্ডের একাংশ ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, ফিল্ডিং কোচ আর শ্রীধরের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নয়। শাস্ত্রীর সঙ্গে তাঁর সঙ্গীদেরও পারফরম্যান্স র্মূল্যায়ণ করা হবে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে।