'আশরাফুল শুধু একটি নাম'

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

লম্বা সময় পরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নিষেধাজ্ঞা কেটেছে মোহাম্মদ আশরাফুলের। আর নিষেধাজ্ঞা কাটার পরেই আগামী বিশ্বকাপ খেলার স্বপ্ন পোষণ করেছেন দেশের ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।
যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করছেন জাতীয় দলে ফিরতে অপেক্ষা করতে হবে আশরাফুলকে। এজন্য ঘরোয়া ক্রিকেটে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে তাকে। সোমবার নান্নুর সঙ্গে গলা মেলালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
'এক কথায় বললে আশরাফুল একটি নাম। এখানে দশ জন ক্রিকেটার যেভাবে জাতীয় দলে আসে সেভাবেই আশরাফুলকে আসতে হবে। আপনারা জানেন যে পাঁচ বছর সে ক্রিকেটের বাইরে ছিল। ঘরোয়া ক্রিকেটের দুটি আসরে সে খেলেছে কিন্তু সেটি যথেষ্ট নয়।

'তার ফিটনেসের ব্যাপার আছে। এরই একটি দিক। আর আশরাফুল নির্বাচকদের ভাবনায় আছে কিনা সেটি আমরা জানি না। আমি কালকেও দেখেছি যে প্রধান নির্বাচক বলেছে যে এখনই সে ধরণের কোন ভাবনা নেই তাদের।'
একইদিনে দেশের ক্রিকেটের এই অভিভাবক জানিয়েছেন, জাতীয় দলে ফেরার মিশনে তিন ফরম্যাটেই পরীক্ষা দিতে হবে আশরাফুলকে। তার ভাষায়,
'সামনে একটি ঘরোয়া আসর রয়েছে সেখানে খেলতে হবে, সব ফরম্যাটেই খেলতে হবে। যেসব ফরম্যাটে সে খেলতে পারছিল না সেগুলোতেও এখন সে খেলতে পারবে। নির্বাচকেরা চাইছে তাকে তিন ফরম্যাটেই ভালো করে দেখতে।
'তার শারীরিক ফিটনেসটা কেমন সেটাই গুরুত্বপূর্ণ। সেকারণে আমার মনে হয় তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিপিএলে খেলার জন্য সে এখন মুক্ত। এখন এটি নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিদের ওপর। যেহেতু সে সবকিছু থেকে মুক্ত হচ্ছে তাই বিপিএলে খেলতে পারবে। এখন তাকে নেয়া না নেয়ার ব্যাপারটি ফ্র্যাঞ্চাইজিদের ওপর।'