promotional_ad

প্রিমিয়ার লীগ বিশ্বকাপের আগে না পরে?

promotional_ad

২০১৮-১৯ মৌসুমে দেশের একমাত্র লিস্ট 'এ' টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লীগের সময় সূচি সম্পর্কে আগাম কিছুই জানা যাচ্ছে না। ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) এই বিষয়ে এখন পর্যন্ত পরিস্কার করে কোন মন্তব্য করছে না।


নভেম্বর-ডিসেম্বরের জাতীয় নির্বাচনের কারনে টি-টুয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) পিছিয়ে জানুয়ারিতে নেয়া হয়েছে। যার প্রভার পড়তে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের সময় সূচিতেও। 


কারন বিপিএলেই পরেই বাংলাদেশ জাতীয় দলের নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সফর রয়েছে। তার পরেই ইংল্যান্ড বিশ্বকাপ। ফলে আগামী বছরের শুরুতে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পেতে বেশ কাঠখড় পোড়াতে হবে ক্লাব গুলোকে। 



promotional_ad

তবে সিসিডিএম চাইছে টুর্নামেন্টটি বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হোক। সেই ভাবেই প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। সিসিডিএম’র সদস্য সচিব আলী হোসেন এই ইস্যুতে বলেছেন, 


‘আমরা এখনো ক্রিকেট বোর্ডের তরফ থেকে ক্যালেন্ডার পাইনি। বিপিএলের পর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন করতে হতে পারে, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’ 


এছাড়া বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার লীগ আয়োজন করা গেলে দল নির্বাচনের ক্ষেত্রে এই টুর্নামেন্টের বাড়তি ভূমিকা থাকবে। বলা বাহুল্য, দেশের একমাত্র লিস্ট 'এ' টুর্নামেন্ট হিসেবে ডিপিএলের বাড়তি ভূমিকা থাকবে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball