কোচের সুদৃষ্টিতে একদিনের ম্যাচে ফিরছেন মমিনুল ?

ছবি: মমিনুল হক

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ১৮২ রানের দুর্দমনীয় একটি ইনিংস খেলার পর বর্তমানে পুরো ক্রিকেট পাড়াতেই চলছে মমিনুল বন্দনা। তাঁকে ওয়ানডে দলে বিবেচনা করা হবে কিনা সেটি নিয়েও চলছে আলোচনা।
বাংলাদেশ ক্রিকেট দলের নবনিযুক্ত হেড কোচ স্টিভ রোডসও মমিনুলের প্রশংসায় পঞ্চমুখ। টাইগারদের লিটল মাষ্টারের সামর্থ্য নিয়েও তাঁর সন্দেহ নেই তেমন। মমিনুলকে একজন কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়ে রোডস বলেন,

'মমিনুল ১৮২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এবং আমি মনে করি তাঁর ও বাংলাদেশের জন্য এটি দারুণ একটি খবর। কারণ সে একজন কোয়ালিটি ক্রিকেটার আর সে দেখিয়ে দিয়েছে যে সে ওয়ানডে খেলতে পারে। এটি তাঁর ভবিষ্যতের জন্য ভালো ইঙ্গিত।'
উল্লেখ্য ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ২৬টি ওয়ানডে খেলেছেন ২৬ বছর বয়সী মমিনুল হক। যেখানে ২৩.৬০ গড়ে রান করেছেন ৫৪৩। মূলত টেস্ট স্পেশালিষ্টের তকমা গায়ে লাগার পর থেকেই ওয়ানডেতে আর তেমন সুযোগ মেলে না মমিনুলের।
তবে সীমিত ওভারের ক্রিকেটেও যে তিনি যথেষ্ট পারদর্শী তারই প্রমাণ এবার আয়ারল্যান্ডের মাটিতে দিলেন তিনি। পাশাপাশি কোচের মুগ্ধতাও আদায় করে নিলেন মমিনুল। এখন দেখার বিষয় অন্তত কোচের জন্য হলেও ওয়ানডে স্কোয়াডে সুযোগ পান কিনা তিনি।