promotional_ad

'বাংলাদেশ' লজ্জা এড়াতে বিশেষ প্রস্তুতিতে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে দল
promotional_ad

ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটা ভালো যায় নি জিম্বাবুয়ের। কোন রকম প্রতিযোগিতাই করতে পারেনি ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন গ্রায়েম ক্রেমার বিহীন জিম্বাবুয়ে দল।


সামনের পথটাও সহজ হওয়ার কথা না। আগামী অক্টোবরেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। তারপর আরেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে র‍্যাঙ্কিংয়ে তলানিতে থাকা দলটি। তাই আগে থেকেই সতর্ক আফ্রিকার দলটি।


যার কারনে ঘরের মাঠে শেষ দুই সিরিজে অনুপস্থিত অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই প্রস্তুতি শুরু করেছে জিম্বাবুয়ে দল। প্রধান কোচ লালচাঁদ রাজপুত অভিজ্ঞদের নিয়েই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ছক আঁকছেন। তিনি বলেন,



promotional_ad

‘তরুণ এবং অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় নিয়ে ভারসাম্যপূর্ণ দল থাকাটা সব সময়ই ভালো। পাকিস্তান এবং অস্ট্রেলিয়াসহ ত্রিদেশীয় সিরিজে এ সকল অভিজ্ঞতাসম্পন্নদের অনেকেই ছিল না। তারা দলে ফেরাটা অনেক বড় কিছু। এতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সফরে দল আরো উজ্জীবিত হবে বলে আমি মনে করি।’


এছাড়া হাতে সময় নিয়ে প্রস্তুতি শুরু করতে পেরে সন্তুষ্ট এই ভারতীয়। জিম্বাবুয়ে দলকে আসন্ন সিরিজ গুলোর জন্য এখন থেকেই প্রস্তুত করতে চান তিনি। লালচাঁদ রাজপুত যোগ করেন, ‘অনেক আগে প্রস্তুতি শুরু করাটা আমাদের জন্য ভাল হবে। এই ক্ষেত্রটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করি। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকায় খেলতে আমাদের দক্ষতা নিয়ে কাজ করা দরকার।’


উল্লেখ্য অক্টোবরে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলের দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা আছে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball