কোহলি কখনই তৃপ্ত না হোকঃ শচিন

ছবি:

ভারতীয় কিংবদন্তী শচিন টেন্ডুলকার হালের তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলিকে নিজের ক্রিকেট ইস্যুতে কখনই সন্তুষ্ট হতে বারন করেছেন। মাত্র ২৯ বছর বয়সী ভিরাট কোহলি টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ইতিমধ্যেই ৫৭ সেঞ্চুরির মালিক বনে গেছেন।
অধিনায়ক হিসেবে তার রেকর্ড সমসাময়িক তারকা ব্যাটসম্যানদের থেকেও বহুগুণ উন্নত। তবুও কোহলি সন্তুষ্ট না হোক, এমনটাই চাওয়া আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৩৪০০০ রানের মালিক শচিন টেন্ডুলকারের।
তার বক্তব্য, 'আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারি, আমি যতই রান করি না কেন, নিজের কাছে তা কখনোই যথেষ্ট ছিল না। সবাই অনেক রান করতে চায়। যেটা ভিরাটের ক্ষেত্রেও সত্য।

'সে যতই রান করুক না কেন, এটা কখনোই তার জন্য যথেষ্ট হবে না। আপনি সন্তুষ্ট হলেই অধঃপতনের শুরু হবে। বোলাররা মাত্র ১০ উইকেট নিতে পারেন, তবে ব্যাটসম্যানরা অনেক, অনেক দূর যেতে পারেন। তাই সন্তুষ্ট না হয়ে শুধু সুখী হও।'
হৃদয় দিয়ে খেলা চালিয়ে যাক কোহলি, এমন উপদেশ দিয়েছেন শচিন। ২০১১ সালের বিশ্বকাপে তরুন কোহলির কাঁধে চড়ে বিশ্বকাপ জয়ের উল্লাস করা শচিন বলেছেন,
'আমি বলব, সে চমৎকার কাজ করছে, এবং তাই চালিয়ে যাক। চারপাশে কি ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে, তুমি যা অর্জন করতে চাও তার উপর ফোকাস রাখো, এবং হৃদয় দিয়ে তা উপভোগ ও একই সাথে অনুসরণ কর।'
'চলার পথে প্রচুর কথা শুনতে হবে। এতে থমকে না যেয়ে নিজের কাজটা করে যেতে হবে। কিন্তু শেষ পর্যন্ত যদি আপনি জীবনে যা চান তা নিয়ে উৎসাহী হও, তাহলে ফলাফলগুলি সর্বদাই তোমার পক্ষে যাবে।'