জিম্বাবুয়ে সিরিজে জায়গা পাচ্ছেন আরিফুল?

ছবি: আরিফুল হক

শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন জাতীয় দলের অলরাউন্ডার আরিফুল হক। শেষের দিকে খেলতে নেমে ২২ বলে ৪৭ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন তিনি।
তাঁর এই ইনিংসের সুবাদেই লঙ্কানদের সামনে ২৮১ রানের বিশাল এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো বাংলাদেশ 'এ' দল। পরবর্তীতে ম্যাচটি ২ রানে জিতে সিরিজেও এগিয়ে গিয়েছিলো তারা।
শুধু ব্যাটিংয়েই নয়, সেই ম্যাচে বল হাতেও ভালো করেছিলেন আরিফুল। ৪২ রানে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন তিনি। মূলত এই কারণেই তিন বিভাগে সমান ভূমিকা রাখতে পারদর্শী আরিফুলকে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনা করতে যাচ্ছেন নির্বাচকেরা।

আগামী অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও এই বিষয়ে পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যায়নি এখনও।
তবে একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে আরিফুল যে অনেকটাই এগিয়ে থাকছেন তা অনেকটা হলফ করেই বলা যায়।
উল্লেখ্য উইন্ডিজদের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টি টুয়েন্টি সিরিজের তিন ম্যাচেই খেলেছেন আরিফুল। যদিও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি এই সিরিজে। তিন ম্যাচ মিলিয়ে মাত্র ৩৪ রান সংগ্রহ করেছিলেন। তবে দেশের মাটিতে খেলা বলেই বিবেচনায় থাকছেন এই অলরাউন্ডার।