promotional_ad

বিতর্ক নিয়ে ভক্তদের কাছে সাকিবের আকুতি

সাকিব
promotional_ad

দেশের ক্রিকেটের পথ প্রদর্শক হিসেবেই সাকিব আল হাসানকে অভিহিত করে থাকেন সকলে। বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াতে শেখানোর পেছনে অনেকাংশে অবদান রয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। 


কিন্তু এই সাকিবই যখন বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে মিডিয়ার শিরোনাম হন তখন তাঁকে নিয়ে সমালোচনা করতে দ্বিধা করেন না তারই সমর্থকেরা। পুরো ঘটনা না জেনেই সাকিবের মুন্ডুপাত করতে উদ্যত হন অনেকেই। ঠিক যেমনটা দেখা গিয়েছে মঙ্গলবার (৭ই অগাস্ট)। 


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এদিন সাকিবের একটি ভিডিও ভাইরাল হয়েছিলো। যেখানে দেখা গিয়েছে ফ্লোরিডাতে টিম হোটেলে প্রবেশ করার সময় একজন সমর্থকের দিকে তেড়ে যাচ্ছেন সাকিব। এমনকি তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গীও করতে দেখা যায়।


মানুষটি সাকিব বলেই হয়তো এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তাঁর সমালোচনায় এরপর দিনভর মুখর ছিলেন অনেকেই। তবে এরূপ ঘটনার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন ভক্তদের কাছে। এক স্ট্যাটাসে সাকিব লিখেছেন,  



promotional_ad

'আমার ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং আমার একজন 'তথাকথিত' ফ্যানের সাথে তর্ক বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না। 


পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মী বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ বহন করছিলাম তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোনভাবেই অটোগ্রাফ দেয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই আমাদের ভক্তদের সাথে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সাথে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলো ভাগ করে নেয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে আমরাও মানুষ। আমরা মাঠে একটি বিজয় অর্জনের জন্য প্রাণপণে লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সবসময় এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যেন আমরা মাঠে ভালো খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সাথে সবসময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পরে। 


আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যক্তিগতভাবে নিবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোন সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পরবেন না। আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠ তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোন লীগের জন্য হোক। একই সাথে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি। আমি জানি কিছু মানুষ, যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সকল ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটি ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি, নতুন কোন চাপ প্রয়োগ না করার জন্য বিশেষ অনুরোধ করা হল।  আর এই মানসিকতার বাইরে যারা আছেন আমি সর্বদা তাদের পাশে আছি। 


সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইলো- সাকিব'     




অপরদিকে টাইগার অলরাউন্ডারের এরূপ ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন দেশে ফিরলে তবেই সাকিবের সাথে এই বিষয় নিয়ে কথা বলা হবে। আকরাম খান বলেন,  


'সাকিব এখনো যুক্তরাষ্ট্রে আছে। আর আমি ফেসবুকে এখন পর্যন্ত ভিডিওটি দেখিও নি। যে কারণে সাকিবের সঙ্গে কথা না বলে ও সঠিক তথ্য না জেনে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সাকিব দেশে ফিরলে তার সঙ্গে কথা বলেই আমি মন্তব্য করবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball