promotional_ad

নিষ্প্রাণ ম্যাচে নতুন অধিনায়ক প্রোটিয়াদের

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

টেস্ট সিরিজে শ্রীলংকার সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী দক্ষিন আফ্রিকা। লঙ্কান স্পিনারদের ভেলকিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী দলটি।


কিন্তু সিরিজের প্রথম তিন ওয়ানডেতে দেখা গিয়েছে উল্টো চিত্র। তিনটি ওয়ানডেতেই শ্রীলংকাকে হারিয়ে ০-৩ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা; বাকী আছে এখনো দুটি ওয়ানডে।


চতুর্থ ওয়ানডেতে অনুষ্ঠিত হবে বুধবার দিন। ক্যান্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় শুরু হবে নিষ্প্রাণ এই ওয়ানডে ম্যাচ। ম্যাচটি অনেকটাই নিষ্প্রাণ, কেননা পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই পরাজিত স্বাগতিক শ্রীলংকা।


শোনা যাচ্ছে সিরিজে জয় পেতে একাদশে হালকা পরিবর্তনও আনতে পারে লঙ্কানরা। এদিকে চতুর্থ ওয়ানডে জিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া প্রোটিয়ারা। 


প্রোটিয়াদের জন্য দুশিন্তার বিষয় হল সিরিজের বাকী দুই ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ওয়ানডে সিরিজের পরে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও শ্রীলংকার বিপক্ষে নামা হবে না তার। 



promotional_ad

কেননা সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় (ক্যাচের সময়) ডান কাঁধে ইনজুরিগ্রস্ত হন প্লেসিস। তাৎক্ষনিকভাবে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। আর গত সোমবার দিন জানা যায়, ইনজুরি সারতে আরও ছয় সপ্তাহের মতো সময় লাগবে প্রোটিয়া অধিনায়কের। 


আর তাই চলতি সিরিজে খেলা হচ্ছে না প্লেসিসের। এদিকে প্লেসিসের ইনজুরিতে একাদশে নতুন কোনো ক্রিকেটার যোগ দিবেন না, এমনটাও নিশ্চিত হওয়া গিয়েছে।


প্লেসিসের ইনজুরিতে অধিনায়কত্ব সামলাবেন দলের উইকেটরক্ষক ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সিরিজের তৃতীয় ম্যাচে প্লেসিস না থাকাকালীন সময়ে অধিনায়কত্ব করেছিলেন কক। 


দুইটি রিভিউ নিয়েছিলেন তিনি এবং দুইটিতেই সাফল্যের মুখ দেখে তার সিদ্ধান্ত। এদিকে পাল্লেক্যালের উইকেট প্রচুর রান হবে। তবে পরে ব্যাট করা দল কিছুটা কম সুবিধা আদায় করতে পারবে বলে জানা গেছে।


সম্ভাব্য একাদশঃ-



শ্রীলংকাঃ- কুশল পেরেরা, নিরশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, আঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), শিহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।


দক্ষিণ আফ্রিকাঃ- কুইন্টন ডি কক (অধিনায়ক ও উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মার্করাম, রিজা হেনড্রিক্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্ডিলে ফেহলুকওয়ায়ু, জুনিয়র ডালা, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball