দুশ্চিন্তার নাম ফিল্ডিং

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

কয়েক মাস আগেই এশিয়া কাপ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপরে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বেও শিরোপা জিতেছে দলটি; একইসঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতাও অর্জন করে নিয়েছে।
এই দল নিয়ে দারুণ আশাবাদী দলের সহকারী কোচ দেবিকা পালশিখর। তবে আরও উন্নতির জায়গা দেখছেন তিনি। বিশেষ করে ফিল্ডিংয়ে বাঘিনীদের আরও পরিণত করে নিতে চান তিনি। মঙ্গলবার দল মিডিয়ার সামনে জানান,
'এই মুহূর্তে মেয়েরা সবকিছুই ভালো করছে। আমরা ১৪০+ রান করেছি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গুলোতে। ১৪০+ স্কোর তাড়া করে এশিয়া কাপে জয় পেয়েছি। আমরা ছোট লক্ষ্যও ডিফেন্ড করে জিতেছি। সব মিলিয়ে ওরা ভালোই করছে।

'ফিল্ডিং উন্নতি করার জায়গা আছে। মাঝে মাঝে আমরা ক্যাচ ফেলছি, সেটা খেলায় হতেই পারে। আমরা ফিল্ডিং নিয়ে অনেক কাজ করছি। ছোট ফরম্যাটের ক্রিকেটে এই ফিল্ডিংটাই সবচেয়ে বেশি পার্থক্য গড়ে দেয়। সুতরাং ফিল্ডিংটা নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে চাইছি।'
এদিকে মহিলা দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ৫ই আগস্ট থেকে, চট্টগ্রামে। এই উপলক্ষে ৪ই আগস্টেই চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে চট্টগ্রামের ক্যাম্পটি পিছিয়ে নেওয়া হয়েছে।
কয়েক সপ্তাহ পরে সেখানে ক্যাম্প হবে। আপাতত ঢাকাতেই ফিটনেস ঝালাই করে নিচ্ছে প্রমীলা ক্রিকেটাররা। ইদের আগ পর্যন্ত ঢাকাতেই ক্যাম্প করবেন তারা এমনটাই শোনা যাচ্ছে।