পুরোপুরি রিকোভার কখনোই হবেনা সাকিবের

ছবি: সাকিব আল হাসান

বেশ অনেকদিন থেকেই ইনজুরি ভোগাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজেও আঙ্গুলে ব্যাথা নিয়ে খেলেছিলেন বাংলাদেশ দলের এই প্রাণভোমরা। ব্যাথানাশক ইনজেকশন নিয়েই বোলিং এবং ব্যাটিং করেছেন তিনি পুরো সিরিজেই।
এবার নতুন করে জানা গেল গত ত্রিদেশীয় সিরিজে আঙ্গুলের ইনজুরিতে পরা সাকিবকে ইনজেকশন দিয়েই ব্যাথা প্রশমন করতে হবে। কখনোই পুরোপুরি সুস্থ হবেন না তিনি। এই বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
যদিও ৬০-৭০ ভাগ সুস্থ হলেই সাকিব খেলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন দেবাশীষ। এর জন্য শতভাগ সুস্থ না হলেও চলবে মতামত তাঁর। দেবাশীষ সাংবাদিকদের এই প্রসঙ্গে বলেছেন,

'এই ইনজুরির পুরোপুরি রিকভারি কখনই হবে না। কিন্তু শতভাগ রিকভারি আসলে গুরুত্বপূর্ণ না। ৬০-৭০% রিকভারি হলেই সে ফাংশনাল হয়ে যাবে। খেলতে অসুবিধা হবে না। খেলতে খেলে ১০০% ভাঁজ করার দরকার হয় না। ৬০-৭০% ভাঁজ করতে পারলে হবে।'
বর্তমানে ৪০ থেকে ৫০ ভাগ এফোর্ট দিয়ে বোলিং করতে পারছেন সাকিব। এই এফোর্টটি যেন আরও ১০ থেকে ১৫ ভাগ বৃদ্ধি করতে পারেন সাকিব সেটা নিয়েই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন দেবাশীষ। শতভাগ ঠিক না হলেও কিছুটা উন্নতি সম্ভব উল্লেখ করে তিনি বলেন,
'এখন ও হয়তো ৪০-৫০% পারছে। আর যদি ১০-১৫% আমরা বাড়িয়ে দিতে পারি, কিন্তু এই বাড়ানোটা খুব কঠিন কারন ওর হাড়ের সঙ্গে হাড় লেগে যাচ্ছে। যখন হাড়ের সাথে হাড়ের ইনপিঞ্চ হচ্ছে তখন আর পুশ করতে পারছে না। যার কারনে সে ১০০% এফোর্ড দিতে পারছে না। সার্জনের সাথে কথা বলে এটাকে ঠিক করতে হবে। এটা ১০০% ঠিক হয়তো হবে না। কিন্তু কিছুটা উন্নতি করতে পারলেই সে ফাংশনালি ঠিক হয়ে যাবে।'