promotional_ad

কপিল দেবরা একশ বছরে একবারই আসে- গাভাস্কার

কপিল দেব
promotional_ad

ক্রিকেট বিশ্বে কপিল দেবের নাম শোনেননি এমন ব্যক্তি খুব কমই আছে। ১৯৮৩ সালে তাঁর অধীনেই বিশ্বকাপ জিতেছিল ভারত। এই বিশ্বকাপ জয়ী কিংবদন্তীর অধিনায়কের সাথেই হালের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার তুলনা চলছে গত কয়েকদিন থেকে।  


বর্তমানে ভারতীয় দলের নিয়মিত সদস্য হার্দিক। ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেকে দারুণভাবেে প্রমাণ করেছেন তিনি। তাঁর ব্যাটিং এবং বোলিং পারদর্শিতা নিঃসন্দেহেই যথেষ্ট প্রশংসনীয়। আর এই কারণেই কপিলের সাথে হার্দিকের তুলনা করছিলেন অনেকে। 


কিন্তু সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের সাথে বর্তমান কোনও ক্রিকেটারের তুলনা চলে না বলে মনে করছেন আরেক কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে কপিল দেব, শচীন টেন্ডুলকার কিংবা ডন ব্র্যাডম্যানদের মতো ক্রিকেটাররা একবারই জন্মগ্রহণ করে। এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন,  



promotional_ad

‘কপিল দেবের সঙ্গে কারও তুলনাই হওয়া উচিত নয়। কপিলের মতো ক্রিকেটার শুধু এক প্রজন্মেই নয়, একশো বছরে একজন আসে। ঠিক ডন ব্র্যা়ডম্যান আর শচীন টেন্ডুলকারের মতো।'


গাভাস্কার সমালোচনা করেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের ব্যাটিং নিয়েও। তাঁর মতে বর্তমানে যেভাবে ধাওয়ান ব্যাটিং করছেন এতে টেস্টে সফলতা পাওয়া খুব একটা সম্ভব নয়। সাফল্যের জন্য খেলার ধরণ পাল্টানোর পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তী।


মূলত ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহ্যাম টেস্টে ভালো ব্যাটিং করতে না পারার কারণেই ধাওয়ানের সমালোচনা করেছেন গাভাস্কার। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৯ রান সংগ্রহ করেছিলেন ভারতীয় ওপেনার। এই প্রসঙ্গে গাভাস্কার বলেছেন,   



'শিখর ওর খেলাটা বদলাতেই চায় না। এত দিন যে ভাবে রান করেছে, সে ভাবেই ব্যাট করতে চায়। এই ভাবে খেলে ওয়ান ডে-তে সফল হওয়া সম্ভব, কারণ তখন স্লিপে বেশি ফিল্ডার থাকে না। ফলে বল ওখান দিয়ে বাউন্ডারিতে চলে যায়। কিন্তু টেস্টে সেটা সম্ভব নয়। টেস্টে ও রকম শট খেললে আউট হয়ে ফিরে যেতে হয়। একজন ব্যাটসম্যান যদি মানসিক ভাবে নিজেকে বদলাতে না পারে, তা হলে টেস্টে সাফল্য পাওয়া কঠিন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball