নান্নুর চোখে লম্বা রেসের ঘোড়া লিটন

ছবি:

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটে বলে দারুণ পারফর্মেন্স করেছেন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে সাকিব-তামিমদের সাথে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ-লিটনরা।
সিরিজের শেষ ম্যাচে জয় পেতে বাংলাদেশের দরকার ছিল দলগত একটি পারফর্মেন্স। সেই টিম পারফরম্যান্সেরই দেখা মিলল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে। তবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন তরুণ টাইগার ব্যাটসম্যান লিটন দাস।
মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করে লিটন বাংলাদেশ দলের সংগ্রহকে নিয়ে যান ক্যারিবীয়দের ধরা-ছোঁয়ার বাইরে। এটি লিটনের টি২০ ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন ৬১ রান করে।

লিটনের এই ইনিংস মুগ্ধ করেছে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও। তার বিশ্বাস লিটন একসময় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। লিটনের মাঝে একজন পরিপূর্ণ ব্যাটসম্যানের সব গুণ দেখছেন এই নির্বাচক।
"আমি সবসময়ই লিটনের ব্যাটিং যথেষ্ট পছন্দ করি। আমার তার উপর আত্মবিশ্বাস আছে যে সে একসময় ভালো ভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। যদি নিজের পরিকল্পনা ধরে রেখে খেলতে পারে। সে স্কয়ার দ্যা উইকেটে ভালো খেলে, সোজা ব্যাটে ভালো খেলে। একজন পরিপূর্ন ব্যাটসম্যানের যা কিছু দরকার সবকিছু ওর মধ্যে আছে।"
নান্নু মনে করেন তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলার সামর্থ্য আছে লিটনের। পরিকল্পনা মতো খেলতে পারলে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলাদেশ দলকে লম্বা সময় সার্ভিস দেবেন বলে মনে করেন তিনি।
"লঙ্গার ভার্সন ক্রিকেট বলেন শর্টার ভার্সন ক্রিকেট বলেন সবদিক দিয়ে ম্যানেজ করার ক্ষমতা আছে তার। আমি বিশ্বাস করি ও যদি পরিকল্পনা মতো চলতে পারে, দলের আস্থার প্রতিদান দিতে পারে তবে ওর কাছ থেকে আমরা লম্বা সময় সার্ভিস পেতে পারি।"
প্রায় নিয়মিত টেস্ট ও টি২০ খেললেও ওয়ানডে একদশে নিয়মিত নন লিটন। নান্নু জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে তার পারফর্মেন্স দেখেই ওয়ানডে ভাগ্য নির্ধারণ করা হবে, "এটা আমাদের মাথায় আছে। এখন দেখতে হবে সে ঘরোয়া ক্রিকেটে কেমন করে।"