সাকিবের পছন্দেই একাদশে সৌম্য

ছবি:

দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগছেন টাইগার বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে তার ফর্মের অবস্থা আরও বাজে। কিছুদিন আগেই বাংলাদেশ এ দলের হয়ে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে খেলেছেন তিনি।
সিরিজে ব্যাট একদমই হাসেনি তার। তারপরও তাকে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য তাকে উড়িয়ে নেওয়া হলো গায়নায়। সাব্বিরকে বাদ দিয়ে রাখা হয় একাদশে। কিন্তু নির্বাচকদের সেই আস্থার মূল্য দিতে পারলেন না তিনি।
প্রথম ম্যাচে কোনো রান করার আগেই সাজঘরে ফিরেছেন সৌম্য। ওপেনার থেকে পজিশন পাল্টে পরের ম্যাচে নেমেছিলেন চার নম্বরে। তবে সফলতা আসেনি। ১৮ বলে ১৪ রান করে আউট হয়েছেন হার্ড হিটার তকমা পাওয়া সৌম্য।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪ বলে ৫ রান করেই আউট হয়েছেন তিনি। সব মিলিয়ে ৩ ম্যাচে তার রান ছিল (০+১৪+৫= ১৯)। যার গড় ৬ এর একটু উপরে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন সৌম্যকে নিয়ে সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল টিম ম্যানেজমেন্ট।
"সিরিজ যখন সমতায় এসেছে তখন কোচের সাথে একটা আলোচনা হয়েছে সোম্য সরকারের ব্যাপারে। তারপর শেষ ঘন্টা পর্যন্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছে সে খেলবে নাকি খেলবে না। টিম মিটিংয়ে যখন বারো জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তখন সাব্বিরকে রেখেই ঘোষণা করা হয়েছিল।"
শেষ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের ইচ্ছাতেই দলে ???েয়া হয় এই তরুণ বাঁহাতিকে। তবে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। সাকিব মূলত চেয়েছিলেন উইনিং কম্বিনেশন ঠিক রাখতে। এমনটাই জানিয়েছেন নান্নু।
"শেষ মুহূর্তে অধিনায়কই তার পছন্দে তাকে নিয়েছে। তারপরও উইনিং স্কোয়াডটা বদলাতে চায়নি। সৌম্য সরকারের ফর্ম নিয়ে শুরু থেকেই আমরা চিন্তিত ছিলাম। এ কারণে এ দলে আমরা তাকে নিয়েছি। তার আগের পারফর্মেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ আগে সে ভালো পারফর্মেন্স করেছে।"
জাতীয় দলের এই নির্বাচক আশা প্রকাশ করেছেন, খুব দ্রুতই ফর্মে ফিরবেন সৌম্য। এই বাঁহাতি ফর্মে ফিরলে তা জাতীয় দলের জন্য ভালো হবে বলেও বিশ্বাস তার। "সব মিলিয়ে আমি মনে করি, ওর বয়স কম আছে। ওর মধ্যে প্রতিভা আছে। আমরা আশা করি খুব দ্রুতই সে জাতীয় দলে ফর্ম ফিরে পাবে। এবং এটা দলের জন্য কাজে লাগবে।"