ব্যাটসম্যানদের তালিকায় টাইগারদের আধিপত্য

ছবি:

বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি টুয়েন্টি সিরিজেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।
টাইগারদের টি টুয়েন্টি দলপতি তিন ম্যাচ খেলে ব্যাট হাতে মোট ১০৩ রান সংগ্রহ করেছেন। যেখানে তাঁর গড় রান ৩৪.৩৩ এবং স্ট্রাইক রেট ১৪৭.১৪। তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ৬০ রানের। দ্বিতীয় ম্যাচে ফ্লোরিডাতেই এই ইনিংস খেলেন সাকিব।

সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের পরে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৩ ম্যাচে ৪৯.৫০ গড়ে ৯৯ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১৯০.৩৮ এবং সেরা ইনিংসটি ৪৭ রানের।
তালিকার তৃতীয়তে অবস্থান দ্বিতীয় ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলা তামিম ইকবালের। ১৬৩.৭৯ স্ট্রাইক রেট এবং ৩১.৬৬ গড়ে ৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে লিটন কুমার দাস এবং রোভম্যান পাওয়েল। ২৮.৬৬ গড়ে ৮৬ রান সংগ্রহ লিটনের। অপরদিকে পাওয়েল রান করেছেন ৪০.৫০ গড়ে ৮১।
টি টুয়েন্টি সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যান-
ক্রিকেটার | ম্যাচ সংখ্যা | রান সংখ্যা | গড় | স্ট্রাইক রেট | সেরা ইনিংস |
সাকিব আল হাসান | ৩ | ১০৩ | ৩৪.৩৩ | ১৪৭.১৪ | ৬০ |
আন্দ্রে রাসেল | ৩ | ৯৯ | ৪৯.৫০ | ১৯০.৩৮ | ৪৭ |
তামিম ইকবাল | ৩ | ৯৫ | ৩১.৬৬ | ১৬৩.৭৯ | ৭৪ |
লিটন দাস | ৩ | ৮৬ | ২৮.৬৬ | ১৪৮.২৭ | ৬১ |
রোভম্যান পাওয়েল | ৩ | ৮১ | ৪০.৫০ | ১২৮.৫৭ | ৪৩ |