টাইগারদের দ্বিতীয় সিরিজ জয়

ছবি: বাংলাদেশ দল

টি টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য খুব একটা বেশি নেই। এই ফরম্যাটে তাদের সবথেকে সেরা অর্জন বলতে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ তে সিরিজ জয়।
তবে সাফল্যের পারদ যে তাদের ধীরে ধীরে উপরে উঠছে তা সাম্প্রতিক পারফর্মেন্স দেখলেই বোঝা যায়। গত নিদাহাস ট্রফিতে দারুণ খেলে আসার পর মাঝে আফগানিস্তানের কাছে সিরিজে হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দারুণভাবে নিজেদের প্রমাণ করেছে টাইগাররা।
ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের সিরিজে হারিয়েছে সাকিব আল হাসানের দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছে টাইগাররা।

আর এরই সুবাদে ক্যারিবিয়ানদের ১৯ রানে হারিয়ে নিজেদের টি টুয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনও সিরিজ জিতলো বাংলাদেশ। এই সিরিজটির আগে দেশে ৪টি এবং বিদেশে ৭টি টি টুয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা।
দেশে কখনো সিরিজ জিততে না পারলেও আয়ারল্যান্ডে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলো তারা। এবার উইন্ডিজদের হারিয়ে আরও এক ধাপ এগিয়ে গেলো সাকিব বাহিনী।
উল্লেখ্য সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে পরাজয়ের পর ফ্লোরিডাতে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১২ রানে জিতে সিরিজে সমতা আনার পর তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১৯ রানের জয় তুলে নেয় তারা।
এই ম্যাচের শেষ ১৭ বলে প্রয়োজন ছিলো ৫০ রানের। কিন্তু সেসময় ফ্লোরিডাতে ভারি বৃষ্টি হানা দিলে জয়ী ঘোষণা করা হয় সাকিবদেরকেই। এর ফলে সিরিজ জয়ের আনন্দে মাতে টাইগাররা।