হাসপাতালে ভর্তি নাজমুল অপু

ছবি: নাজমুল ইসলাম অপু

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের পঞ্চম ওভারের খেলা চলছিলো তখন। ব্যাটিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস এবং বোলিংয়ে ছিলেন টাইগার স্পিনার নাজমুল ইসলাম অপু।
ওভারের তৃতীয় বলটি স্যামুয়েলসের পায়ের কাছে করেন তিনি। স্যামুয়েলস বলটি সোজা মারতে গেলে ডাইভ দেন অপু। আর তখনই ঘটে বিপত্তি।
নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন অসাবধানতাবশত অপুর বাঁ হাতে পা ফেলেন। সাথে সাথেই ব্যথায় কাতরে ওঠেন অপু।
পরবর্তীতে সাথে সাথেই তাঁকে মাঠের বাইরে চলে যেতে হয়। এমনকি আর বোলিংও করতে পারেননি তিনি।

সেই ওভারটির বাকি তিন বল করেন সৌম্য সরকার। যদিও খুব একটা খারাপ করেননি তিনি। সাব্বির রহমানের হাতে ওয়ালটনকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন সৌম্য।
এদিকে জানা গেছে ইনজুরি আক্রান্ত অপুকে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বর্তমানে তাঁর হাতের অবস্থা কিরূপ সেটি নিশ্চিত হওয়া যায়নি।
ইনজুরির কারণে মাঠের বাইরে তাঁকে ছিটকে পড়তে হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য এর সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন বাঁহাতি স্পিনার অপু। ৪ ওভার বোলিং করে ২৮ রান খরচায় শিকার করেছিলেন ৩ উইকেট।
অপরদিকে প্রথম ম্যাচে খুব একটা ভালো করেননি তিনি। ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন এই টাইগার স্পিনার।