promotional_ad

'তামিম-সাকিব যেটি করতে পেরেছে আমরা তা পারিনি'

তামিম, সাকিব
promotional_ad

বাংলাদেশের বিপক্ষে প্রথম টুয়েন্টিতে ৭ উইকেটের দারুণ একটি জয় ছিনিয়ে নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচের পারফর্মেন্স দ্বিতীয় ম্যাচেও প্রদর্শন করতে পারবে দল এমনটাই হয়তো আশা করেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।


কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। উন্ডিজদের তারা হারিয়েছে ১২ রানের ব্যবধানে।


ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্যারিবিয়ান অধিনায়ক ব্র্যাথওয়েটের কণ্ঠে হতাশাই ফুটে উঠলো। প্রথম ম্যাচের পারফর্মেন্স দ্বিতীয়টিতে ধরে রাখতে না পারার ব্যর্থতাই বেশি পোড়াচ্ছে তাঁকে। তাঁর মতে এই ম্যাচে ক্রিকেটাররা নিজেদের সেরাটা ঢেলে দিতে পারেননি। ব্র্যাথওয়েট বলছিলেন,


'আমার ব্যক্তিগত মতামত হলো আমরা মাঠে সঠিক কাজটি করতে পারিনি, আমরা কিছুটা নড়বড়ে ছিলাম, প্রথম ম্যাচের মতো এই ম্যাচে আমাদের শরীরী ভাষা ছিলো না এবং আমি মনে করি ফিল্ডিং ভালো না করার কারণে, আমাদেরকে বড় লক্ষ্য তাড়া করতে হয়েছে যেটি আমরা চাইনি। প্রথমে ব্যাটিং না নেয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে আমি এখনও মনে করি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে।'


promotional_ad

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৫৯ রানেই থামতে হয়েছিলো উইন্ডিজদের। তবে ব্র্যাথওয়েটের বিশ্বাস এর থেকে বেশি রান তাড়া করেও জয় তুলে নিতে সক্ষম তারা। কিন্তু বাজে ব্যাটিংয়ের কারণেই পরাজয়ের কাতারে নাম লেখাতে হয়েছে তাদের,


'যেভাবে আমরা শুরু করেছিলাম, আমি মনে করি আমাদের ১৫০ রান তাড়া করা উচিৎ ছিলো এবং আমরা এর আগেও সেটি করে এসেছি। এই ধরণের উইকেটে ১৬০ রান তাড়া করে জয় সম্ভব, আমি বাজে ব্যাটিংকেই তাই দোষ দিব। আমি এখনও বিশ্বাস করি আমরা আরো ২০ রান তাড়া করতে পারতাম। ব্যাটিংয়ে এখনও অনেক উন্নতি করার আছে এবং আশা করি আগামীকাল ব্যাটসম্যানরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারবে,' বলছিলেন ক্যারিবিয়ান দলপতি।


ফ্লোরিডার যে উইকেটে খেলা হয়েছিলো সেটি ছিলো যথেষ্ট ব্যাটিং বান্ধব। অথচ সেই উইকেটেই উইন্ডিজদের বিশ্বমাতানো টি টুয়েন্টি ব্যাটসম্যানেরা ব্যর্থ হয়েছেন রান করতে। অপরদিকে প্রতিপক্ষ বাংলাদেশ ঠিকই ওপেনার তামিম ইকবাল এবং অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটে চড়ে বিশাল পুঁজি পেয়েছে।


এক্ষেত্রে ব্র্যাথওয়েট মনে করছেন বাংলাদেশের মতো বিপদের সময় একজন ব্যাটসম্যান হাল ধরতে না পারাতেই পরাজিত হয়েছে তাঁর দল। আন্দ্রে ফ্লেচার এবং রোভম্যান পাওয়েল ৫৮ রানের একটি জুটি গড়লেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিলো না উল্লেখ করে এই অলরাউন্ডার বলেন,


'এটি খারাপ পিচ ছিলো না, তবে এখানে ভালো করা কঠিন ছিলো। আমাদের শুধুমাত্র একজন ক্রিকেটার প্রয়োজন ছিলো যে কিনা হাল ধরবে। অবশ্যই তামিম ইকবাল বাংলাদেশের পক্ষে সেটাই করেছে। সে এবং সাকিব দারুণ একটি জুটি গড়েছিলো। তবে আমরা সেই ধরণের বড় জুটি গড়তে পারিনি। ফ্লেচার এবং রোভম্যান চেষ্টা করেছিলো, কিন্তু পারেনি। আগামীকাল আমাদের ফিরে আসতে হবে এবং যেসব জায়গায় আমরা ব্যর্থ হয়েছি সেগুলোতে উন্নতি করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball